Bollywood: নায়িকা দিদির থেকে লাইমলাইট কেড়ে নিলেন বোন! বছরের শুরুতেই গায়কের সঙ্গে এনগেজমেন্টের খবরে দিলেন চমক
- Published by:Pooja Basu
Last Updated:
দিদি নায়িকা, বোনও কম যান না৷ অভিনয় করার পাশাপাশি রয়েছে তাঁর নিজস্ব পোশাকের ব্র্যান্ড রয়েছে৷ তিনিই এবার বিয়ের পিঁড়িতে৷
advertisement
advertisement
বিয়েটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান হবে যেখানে কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, তবে এটি একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে। জানা গিয়েছে, এই দম্পতি ১৩ জানুয়ারি মুম্বইতে একটি পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করছেন, যেখানে তাঁদের সহকর্মী এবং শিল্পের বন্ধুরা উপস্থিত থাকবেন।
advertisement
advertisement
advertisement
নুপুর শ্যাননের ফ্যাশন ব্র্যান্ড, লেবেল নোবো, এর দামের জন্য ভাইরাল হয়েছিল। ওয়েবসাইটে সবচেয়ে দামি লেহেঙ্গাটি হল ২১,০০০ টাকা দামের একটি বেনারসি লেহেঙ্গা। সবচেয়ে দামি স্যুটের দাম ২৬,৫০০ টাকা, তবে সবচেয়ে কম দামি সেটটির দাম ৭,৭০০ টাকা। পশ্চিমা পোশাকের বিভাগে, সবচেয়ে দামি জিনিসটি হল একটি স্কার্ট এবং ক্রপ টপ সেট যার দাম ২০,০০০ টাকা। এদিকে, সবচেয়ে সস্তা জিনিসটি হল ২,৪০০ টাকা দামের একজোড়া শর্টস।
advertisement







