Mohammad Shami : শামির সঙ্গে ‘বেইমানি’! বাংলার ক্রিকেটার হলেই কি এখন ভারতীয় দলে ব্রাত্য? এবার বড়সড় প্রশ্ন তুলে দিলেন তারকা ক্রিকেটার

Last Updated:
Mohammad Shami : ভারতীয় ক্রিকেটে শামি বনাম আগরকারের লড়াই। একজন পেসারের সঙ্গে নির্বাচক প্রধানের এমন ঠান্ডা যুদ্ধ ভারতীয় ক্রিকেটে বোধ হয় এর আগে আর দেখা যায়নি! শামি লাগাতার পারফর্ম করছেন।
1/5
আর কী কী করতে হবে তাঁকে! আর কী কী করলে তাঁকে আর ব্রাত্য থাকতে হবে না! লাগাতার পারফর্ম করেও  আর তাঁকে ভারতীয় দলে নেওয়া হচ্ছে না। আর সেই ব্যাপারে শামি নিজেও বুঝতে পারছেন না এখন তাঁর কী করার!
আর কী কী করতে হবে তাঁকে! আর কী কী করলে তাঁকে আর ব্রাত্য থাকতে হবে না! লাগাতার পারফর্ম করেও আর তাঁকে ভারতীয় দলে নেওয়া হচ্ছে না। আর সেই ব্যাপারে শামি নিজেও বুঝতে পারছেন না এখন তাঁর কী করার!
advertisement
2/5
বাংলার হয়ে শনিবার অসমের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে তিন উইকেট নেন শামি। রনজি ট্রফি, মুস্তাক আলি, বিজয় হাজারে- সমস্ত টুর্নামেন্টে বাংলার হয়ে পারফর্ম করছেন তার পরেও ভারতীয় দলে ব্রাত্য তিনি।
বাংলার হয়ে শনিবার অসমের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে তিন উইকেট নেন শামি। রনজি ট্রফি, মুস্তাক আলি, বিজয় হাজারে- সমস্ত টুর্নামেন্টে বাংলার হয়ে পারফর্ম করছেন তার পরেও ভারতীয় দলে ব্রাত্য তিনি।
advertisement
3/5
এবার শামির হয়ে সুর চড়ালেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। বাংলার প্রাক্তন তারকা ক্রিকেটার বললেন, এর পরও শামিকে না নেওয়া মানে ক্রিকেটের সঙ্গে বেইমানি। হালফিলে কোনও আন্তর্জাতিক ক্রিকেটার এতটা মনোযোগ দিয়ে ঘরোয়া ক্রিকেট হয়তো খেলেনি। তার পরও নির্বাচকরা যেটা ওর সঙ্গে করল সেটা মেনে নেওয়া যায় না। খুবই লজ্জাজনক ব্যাপার।
এবার শামির হয়ে সুর চড়ালেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। বাংলার প্রাক্তন তারকা ক্রিকেটার বললেন, এর পরও শামিকে না নেওয়া মানে ক্রিকেটের সঙ্গে বেইমানি। হালফিলে কোনও আন্তর্জাতিক ক্রিকেটার এতটা মনোযোগ দিয়ে ঘরোয়া ক্রিকেট হয়তো খেলেনি। তার পরও নির্বাচকরা যেটা ওর সঙ্গে করল সেটা মেনে নেওয়া যায় না। খুবই লজ্জাজনক ব্যাপার।
advertisement
4/5
ভারতীয় ক্রিকেটে শামি বনাম আগরকারের লড়াই। একজন পেসারের সঙ্গে নির্বাচক প্রধানের এমন ঠান্ডা যুদ্ধ ভারতীয় ক্রিকেটে বোধ হয় এর আগে আর দেখা যায়নি! শামি লাগাতার পারফর্ম করছেন। তবুও নির্বাচকদের নজর পড়ছে না তাঁর উপর।
ভারতীয় ক্রিকেটে শামি বনাম আগরকারের লড়াই। একজন পেসারের সঙ্গে নির্বাচক প্রধানের এমন ঠান্ডা যুদ্ধ ভারতীয় ক্রিকেটে বোধ হয় এর আগে আর দেখা যায়নি! শামি লাগাতার পারফর্ম করছেন। তবুও নির্বাচকদের নজর পড়ছে না তাঁর উপর।
advertisement
5/5
শামিকে ছাড়াও রুতুরাজ গায়কোয়াড়কে নিয়েও কথা উঠছে। দু’বছর পর জাতীয় দলে ডাক পান তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রায়পুরের ওয়ানডে-তে ৮৩ বলে ১০৫ রান করেন। সেই রুতুরাজও নির্বাচকদের মন গলাতে পারছেন না।
শামিকে ছাড়াও রুতুরাজ গায়কোয়াড়কে নিয়েও কথা উঠছে। দু’বছর পর জাতীয় দলে ডাক পান তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রায়পুরের ওয়ানডে-তে ৮৩ বলে ১০৫ রান করেন। সেই রুতুরাজও নির্বাচকদের মন গলাতে পারছেন না।
advertisement
advertisement
advertisement