Dilip Ghosh News: দিলীপ ঘোষকে নিয়ে এবার সিদ্ধান্ত বিজেপির? ২১ জুলাই হবে 'নজরদারি'! বড় চমক আর ২৪ ঘণ্টা পরেই? কী হতে চলেছে জানেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
Dilip Ghosh News: পদ্ম শিবিরের অস্বস্তি বাড়িয়ে শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পাওয়ার জন্য ঘুরিয়ে দলের রাজ্য নেতৃত্বকেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ৷
advertisement
advertisement
advertisement
আসলে ২১ জুলাই খড়্গপুরের গিরি ময়দান স্টেশন সংলগ্ন কেদারনাথ মন্দিরের কাছে বঙ্গ বিজেপির দুই শতাধিক কার্যকর্তার প্রতি শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান রয়েছে। ২১ জুলাই খড়গপুরে হবে 'শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা'। আর সেখানেই থাকার কথা রয়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তাঁর সেই সভায় দলের কোন কোন নেতা, কর্মী যাচ্ছেন, সে বিষয়ে নজর রাখার নির্দেশ দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর এমনই।
advertisement
advertisement
গত শুক্রবার হঠাৎ দিল্লির উদ্দেশে রওনা দেন দিলীপ ঘোষ৷ কিন্তু যাওয়ার আগে বোমা ফাটিয়ে যান তিনি৷ বলেছিলেন, ‘‘দিল্লি যাচ্ছি, ব্যাস এটুকুই। আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়ত পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দূর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টির কাজে যাচ্ছি। পার্টির কাজ।’’
advertisement
সম্প্রতি জেপি নাড্ডা বা অমিত শাহের সফর হোক, কী বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন৷ কোনও অনুষ্ঠানেই ডাক পাননি দিলীপ ঘোষ৷ তবে শমীক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে সাম্প্রতিক কালের মধ্যে প্রথম সল্টলেকের বিজেপির দফতরে পা রাখতে দেখা গিয়েছিল দিলীপকে৷ মনে করা হচ্ছিল, এবার মনে হয় দলের সঙ্গে তাঁর দূরত্ব ঘুচল বলে৷ কিন্তু, মোদির সফরের আগে ফের জটিল হয়ে যায় অঙ্ক৷ এবার দিলীপ ঘোষের সভার দিকেও নজর রাখছে বিজেপি নেতৃত্ব।
