DA Case: 'রাজ্যই বলেছে, তাই রাজ্যকে এই রুল মানতেই হবে!' ডিএ মামলায় কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের! রাজ্যের দাবি, অভিযোগ মিথ্যা

Last Updated:
DA Case: রাজ্যের তরফে আইনজীবী শ্যাম দিওয়ান বৃহস্পতিবার আদালতে বলেন, ‘বিষয়টি সাংবিধানিক। রাজ্য সরকার তার অধিকার বলে সরকারি কর্মীদের চাকরির শর্ত তৈরি করবে। এটাই মৌলিক প্রিন্সিপাল।''
1/13
কলকাতা: সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার ফের ডিএ মামলার শুনানি হল। মঙ্গলবার রাজ‍্যের সওয়াল শোনেন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রার বেঞ্চ। বুধবার সরকারি কর্মচারীদের তরফে সওয়াল করেন আইনজীবীরা।
কলকাতা: সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার ফের ডিএ মামলার শুনানি হল। মঙ্গলবার রাজ‍্যের সওয়াল শোনেন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রার বেঞ্চ। বুধবার সরকারি কর্মচারীদের তরফে সওয়াল করেন আইনজীবীরা।
advertisement
2/13
রাজ‍্য সরকারের তরফে ২০০৬-২০০৮ সাল এবং ২০১৯-২০২১ সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ ছিল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রার বেঞ্চের। তাঁদের মন্তব্য ছিল, পুরনো দিনের মহাজনদের মতো টাকা জমিয়ে রেখে সেটা অন‍্য জায়গায় খাটিয়েছে!
রাজ‍্য সরকারের তরফে ২০০৬-২০০৮ সাল এবং ২০১৯-২০২১ সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ ছিল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রার বেঞ্চের। তাঁদের মন্তব্য ছিল, পুরনো দিনের মহাজনদের মতো টাকা জমিয়ে রেখে সেটা অন‍্য জায়গায় খাটিয়েছে!
advertisement
3/13
আর বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্টতই জানিয়ে দিল, নিজেদের কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে রাজ্যকে তার নিজের তৈরি বিধি মানতে হবে। রাজ্যের তরফে আইনজীবী শ্যাম দিওয়ান বৃহস্পতিবার আদালতে বলেন, ‘বিষয়টি সাংবিধানিক। রাজ্য সরকার তার অধিকার বলে সরকারি কর্মীদের চাকরির শর্ত তৈরি করবে। এটাই মৌলিক প্রিন্সিপাল। রাজ্য সরকার ডিএ দিচ্ছে না, এমন অভিযোগ মিথ্যা। এই ধারণা রাখাও উচিত নয়।’
আর বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্টতই জানিয়ে দিল, নিজেদের কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে রাজ্যকে তার নিজের তৈরি বিধি মানতে হবে। রাজ্যের তরফে আইনজীবী শ্যাম দিওয়ান বৃহস্পতিবার আদালতে বলেন, ‘বিষয়টি সাংবিধানিক। রাজ্য সরকার তার অধিকার বলে সরকারি কর্মীদের চাকরির শর্ত তৈরি করবে। এটাই মৌলিক প্রিন্সিপাল। রাজ্য সরকার ডিএ দিচ্ছে না, এমন অভিযোগ মিথ্যা। এই ধারণা রাখাও উচিত নয়।’
advertisement
4/13
আইনজীবী শ্যাম দিওয়ানের মন্তব্য শুনে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র বলেন, ‘আমরা কোনও ধারণা তৈরি করিনি। আপনি বলেছিলেন রোপার ভিত্তিতে ডিএ দেওয়া হবে। আপনিই বলেছিলেন বকেয়া ডিএ-ও দেওয়া হবে। আপনাকে রুল মানতে হবে।’
আইনজীবী শ্যাম দিওয়ানের মন্তব্য শুনে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র বলেন, ‘আমরা কোনও ধারণা তৈরি করিনি। আপনি বলেছিলেন রোপার ভিত্তিতে ডিএ দেওয়া হবে। আপনিই বলেছিলেন বকেয়া ডিএ-ও দেওয়া হবে। আপনাকে রুল মানতে হবে।’
advertisement
5/13
এদিকে, কোনও সুনির্দিষ্ট নীতি ছাড়াই রাজ্য সরকার তাদের খেয়াল খুশি মতো ডিএ দিচ্ছে, আদালতে অভিযোগ করেন সরকারি কর্মীদের তরফে সওয়াল করা আইনজীবী রউফ রহিম। বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের পর্যবেক্ষণ, ‘কর্মীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে৷ রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এরা নিজেরাই সমস্যা তৈরি করেছে, সেই সমস্যার সুবিধে নেওয়ার চেষ্টা করেছে।’ ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি সঞ্জয় কারোল বলেন, ‘মাথায় রাখতে হবে এটা কোনও আর্থিক ইমার্জেন্সি নয়৷’
এদিকে, কোনও সুনির্দিষ্ট নীতি ছাড়াই রাজ্য সরকার তাদের খেয়াল খুশি মতো ডিএ দিচ্ছে, আদালতে অভিযোগ করেন সরকারি কর্মীদের তরফে সওয়াল করা আইনজীবী রউফ রহিম। বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের পর্যবেক্ষণ, ‘কর্মীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে৷ রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এরা নিজেরাই সমস্যা তৈরি করেছে, সেই সমস্যার সুবিধে নেওয়ার চেষ্টা করেছে।’ ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি সঞ্জয় কারোল বলেন, ‘মাথায় রাখতে হবে এটা কোনও আর্থিক ইমার্জেন্সি নয়৷’
advertisement
6/13
আইনজীবী রউফ রহিম বলেন, ‘ধরা যাক আজ একজন কর্মী ১০,০০০ টাকা ডিএ পাচ্ছেন। ও দিকে পেট্রলের দাম বাড়ছে, অন্যান্য জিনিসের দাম বাড়ছে। সেই মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই বর্ধিত ডিএ দেওয়া প্রয়োজন। রাজ্য বলতে পারে না, তারা বেতন কমিশনের সুপারিশ মানবে না। রাজ্য কোনও নীতিতে, কোন ভিত্তিতে ডিএ পেমেন্ট করেছে, এর কোনও উত্তর নেই।’
আইনজীবী রউফ রহিম বলেন, ‘ধরা যাক আজ একজন কর্মী ১০,০০০ টাকা ডিএ পাচ্ছেন। ও দিকে পেট্রলের দাম বাড়ছে, অন্যান্য জিনিসের দাম বাড়ছে। সেই মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই বর্ধিত ডিএ দেওয়া প্রয়োজন। রাজ্য বলতে পারে না, তারা বেতন কমিশনের সুপারিশ মানবে না। রাজ্য কোনও নীতিতে, কোন ভিত্তিতে ডিএ পেমেন্ট করেছে, এর কোনও উত্তর নেই।’
advertisement
7/13
রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান জানান, ২০১১ সালের আগে অন্য সরকার ছিল। ২০০৯ সালে তৈরি রোপাতে বলা হয়েছিল, দিল্লির বঙ্গভবনের কর্মীদের মেমোরেন্ডামেও বলা হয়েছিল, দিল্লি ও চেন্নাইয়ের কস্ট অফ লিভিং বিচার করে ডিএ দেওয়া হবে।
রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান জানান, ২০১১ সালের আগে অন্য সরকার ছিল। ২০০৯ সালে তৈরি রোপাতে বলা হয়েছিল, দিল্লির বঙ্গভবনের কর্মীদের মেমোরেন্ডামেও বলা হয়েছিল, দিল্লি ও চেন্নাইয়ের কস্ট অফ লিভিং বিচার করে ডিএ দেওয়া হবে।
advertisement
8/13
বুধবার ডিএ মামলায় বাম আমলকে নিশানা করেন সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম। তিনি জানান, ২ বছর বাম আমলে ডিএ বকেয়া থাকে। নির্দিষ্ট সময় মতো ডিএ দিতে হয়। এটা সরকারের নীতির মধ্যে পড়ে। ইচ্ছা অনুযায়ী ডিএ দেওয়া যায় না। বেতন কমিশনের সুপারিশ মতো নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে।
বুধবার ডিএ মামলায় বাম আমলকে নিশানা করেন সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম। তিনি জানান, ২ বছর বাম আমলে ডিএ বকেয়া থাকে। নির্দিষ্ট সময় মতো ডিএ দিতে হয়। এটা সরকারের নীতির মধ্যে পড়ে। ইচ্ছা অনুযায়ী ডিএ দেওয়া যায় না। বেতন কমিশনের সুপারিশ মতো নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে।
advertisement
9/13
তিনি আরও বলেন, ROPA Rules, ২০০৯ অনুযায়ী, ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু রাজ্য সরকার ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০০৮ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের ডিএ Arrear (বকেয়া) না দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ, ২০০৬ থেকে ২০০৮ সময়ের ডিএ বকেয়া রয়ে যায় এবং সরকার সেই টাকাটা দিতে চায়নি। ROPA Rules অনুযায়ী, DA হিসাব AICPI (1982=100) অনুসারে করতে হবে।

তিনি আরও বলেন, ROPA Rules, ২০০৯ অনুযায়ী, ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু রাজ্য সরকার ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০০৮ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের ডিএ Arrear (বকেয়া) না দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ, ২০০৬ থেকে ২০০৮ সময়ের ডিএ বকেয়া রয়ে যায় এবং সরকার সেই টাকাটা দিতে চায়নি। ROPA Rules অনুযায়ী, DA হিসাব AICPI (1982=100) অনুসারে করতে হবে।
advertisement
10/13
সরকারি কর্মচারিদের আইনজীবীদের মন্তব্য, ''AICPI হল, একটি সংখ্যা (index), যা দেখায় কতটা দ্রব্যমূল্য বেড়েছে। এটি প্রতি মাসে Labour Bureau, Ministry of Labour & Employment প্রকাশ করে। বিচারপতি পি কে মিশ্র ডিএ নিয়ে বৈষম্যের কথা কেন বলছেন? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিল্লি, চেন্নাইয়ে কি ডিএ দেওয়া হয়?''
সরকারি কর্মচারিদের আইনজীবীদের মন্তব্য, ''AICPI হল, একটি সংখ্যা (index), যা দেখায় কতটা দ্রব্যমূল্য বেড়েছে। এটি প্রতি মাসে Labour Bureau, Ministry of Labour & Employment প্রকাশ করে। বিচারপতি পি কে মিশ্র ডিএ নিয়ে বৈষম্যের কথা কেন বলছেন? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিল্লি, চেন্নাইয়ে কি ডিএ দেওয়া হয়?''
advertisement
11/13
গোপাল সুব্রহ্মণ্যম আরও বলেন, বঙ্গভবন, নয়াদিল্লি এবং ইউথ হোস্টেল, চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ তাদের ডিএ হিসাব করা হচ্ছে All India Consumer Price Index (AICPI) অনুযায়ী, যেভাবে কেন্দ্রীয় কর্মচারীরা পান। অথচ পশ্চিমবঙ্গে কর্মরত অন্য কর্মচারীরা সেই হারে ডিএ পাচ্ছেন না। রাজ্যের বাইরে কর্মচারীদের ডিএ কষছেন কেন্দ্রীয় হারে। আর রাজ্যের ভিতরের কর্মচারীদের ডিএ দেওয়ার পদ্ধতি আলাদা হবে বলছে।
গোপাল সুব্রহ্মণ্যম আরও বলেন, বঙ্গভবন, নয়াদিল্লি এবং ইউথ হোস্টেল, চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ তাদের ডিএ হিসাব করা হচ্ছে All India Consumer Price Index (AICPI) অনুযায়ী, যেভাবে কেন্দ্রীয় কর্মচারীরা পান। অথচ পশ্চিমবঙ্গে কর্মরত অন্য কর্মচারীরা সেই হারে ডিএ পাচ্ছেন না। রাজ্যের বাইরে কর্মচারীদের ডিএ কষছেন কেন্দ্রীয় হারে। আর রাজ্যের ভিতরের কর্মচারীদের ডিএ দেওয়ার পদ্ধতি আলাদা হবে বলছে।
advertisement
12/13
বিচারপতি মিশ্র প্রশ্নের উত্তরে গোপাল বলেন, সব কর্মচারীর উপরই ROPA Rules, 2009 কার্যকর। তাই কাউকে বেশি ডিএ দেওয়া এবং কাউকে কম ডিএ দেওয়া বৈষম্যমূলক। এই বৈষম্য সংবিধানের Article 14 (সমতার অধিকার) লঙ্ঘন করে।
বিচারপতি মিশ্র প্রশ্নের উত্তরে গোপাল বলেন, সব কর্মচারীর উপরই ROPA Rules, 2009 কার্যকর। তাই কাউকে বেশি ডিএ দেওয়া এবং কাউকে কম ডিএ দেওয়া বৈষম্যমূলক। এই বৈষম্য সংবিধানের Article 14 (সমতার অধিকার) লঙ্ঘন করে।
advertisement
13/13
বিচারপতি পি কি মিশ্র বলেন, Index Average 536 মেনশন নেই কেন? রাজ্যের মতে AICPI মানে কেন্দ্রীয় হারে ডিএ। বিজেপি সরকারি কর্মচারী সংগঠনের তরফে সওয়াল শুরু করেন আইনজীবী পি এস পাটোয়ালি। এই মামলার শুনানি এখনও চলছে। এরপর কী রায়দান দেন বিচারপতিরা, সেটাই এখন দেখার।
বিচারপতি পি কি মিশ্র বলেন, Index Average 536 মেনশন নেই কেন? রাজ্যের মতে AICPI মানে কেন্দ্রীয় হারে ডিএ। বিজেপি সরকারি কর্মচারী সংগঠনের তরফে সওয়াল শুরু করেন আইনজীবী পি এস পাটোয়ালি। এই মামলার শুনানি এখনও চলছে। এরপর কী রায়দান দেন বিচারপতিরা, সেটাই এখন দেখার।
advertisement
advertisement
advertisement