Kalighat Skywalk: নববর্ষের আগেই খুলে যাচ্ছে কালীঘাট স্কাইওয়াক, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা, কেমন হল নয়া লুক? দেখুন ছবিতে

Last Updated:
Kalighat Skywalk: বাংলা নতুন বছরে কালীঘাটের স্কাইওয়াক। কলকাতার মুকুটে আরও একটি পালক। ২০২৫-এর এপ্রিলে সাধারণের জন্য খুলে যাবে স্কাইওয়াক। আজ কালীঘাটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1/6
বাংলা নতুন বছরে কালীঘাটের স্কাইওয়াক। কলকাতার মুকুটে আরও একটি পালক। ২০২১ সালের কাজ শুরু হলেও বারবার ডেডলাইন মিস করে ২০২৫-এর এপ্রিলে সাধারণের জন্য খুলে যাবে স্কাইওয়াক। আজ কালীঘাটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা নতুন বছরে কালীঘাটের স্কাইওয়াক। কলকাতার মুকুটে আরও একটি পালক। ২০২১ সালের কাজ শুরু হলেও বারবার ডেডলাইন মিস করে ২০২৫-এর এপ্রিলে সাধারণের জন্য খুলে যাবে স্কাইওয়াক। আজ কালীঘাটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/6
অর্থ গোলাকার লোহার কাঠামোয় বসেছে পলিকার্বনেট শেড। চলমান সিঁড়ি এবং লিফট। কালীঘাটে ৪৫০ মিটারের স্কাইওয়াক এখন উদ্বোধনের প্রতীক্ষায়।
অর্থ গোলাকার লোহার কাঠামোয় বসেছে পলিকার্বনেট শেড। চলমান সিঁড়ি এবং লিফট। কালীঘাটে ৪৫০ মিটারের স্কাইওয়াক এখন উদ্বোধনের প্রতীক্ষায়।
advertisement
3/6
স্কাইওয়াক লম্বায় ৪৫০ মিটার। চওড়ায় ১০.৪ মিটার। এর উচ্চতা ১৬.৫ মিটার(ডোমের চূড়া)। স্কাইওয়াকের হাঁটার অংশ মাটির নিচ থেকে ৭ মিটার উঁচুতে অবস্থিত। এস পি মুখার্জি রোড থেকে শুরু হয়ে মন্দিরের সামনে শেষ হবে স্কাইওয়াক।
স্কাইওয়াক লম্বায় ৪৫০ মিটার। চওড়ায় ১০.৪ মিটার। এর উচ্চতা ১৬.৫ মিটার(ডোমের চূড়া)। স্কাইওয়াকের হাঁটার অংশ মাটির নিচ থেকে ৭ মিটার উঁচুতে অবস্থিত। এস পি মুখার্জি রোড থেকে শুরু হয়ে মন্দিরের সামনে শেষ হবে স্কাইওয়াক।
advertisement
4/6
স্কাইওয়াকে সিঁড়ির পাশাপাশি চলমান সিঁড়ি বা এস্কেলেটর থাকছে,থাকছে লিফটের ব্যবস্থা। দুই জোড়া এস্কেলেটর এবং তিনটে লিফট। থাকবে তিনটে সিঁড়ির ব্যবস্থা। অর্ধগোল আকৃতির স্কাইওয়াকে পুরোটাই পলিকার্বনেট-এর ঢাকা থাকবে। ভূপৃষ্ঠ থেকে এটা ১২ মিটার উঁচুতে অবস্থিত।
স্কাইওয়াকে সিঁড়ির পাশাপাশি চলমান সিঁড়ি বা এস্কেলেটর থাকছে,থাকছে লিফটের ব্যবস্থা। দুই জোড়া এস্কেলেটর এবং তিনটে লিফট। থাকবে তিনটে সিঁড়ির ব্যবস্থা। অর্ধগোল আকৃতির স্কাইওয়াকে পুরোটাই পলিকার্বনেট-এর ঢাকা থাকবে। ভূপৃষ্ঠ থেকে এটা ১২ মিটার উঁচুতে অবস্থিত।
advertisement
5/6
এস পি মুখার্জি রোড এবং মন্দিরের দিক ছাড়াও কালীঘাট থানার পাশের থাকবে মন্দিরের চূড়ার আকৃতির ডোম। ২০২১ সালের অক্টোবর মাসে কাজ শুরু হয়। টার্গেট ছিল ১৮ মাসের। দেড় বছরের সেই লক্ষ্যমাত্রা ৪ বছরে পূরণ হতে চলেছে। অতিরিক্ত কাজ ও জিএসটি বেড়ে যাওয়ায় ৭০ কোটি টাকার বাজেট ৮২ কোটি টাকা।
এস পি মুখার্জি রোড এবং মন্দিরের দিক ছাড়াও কালীঘাট থানার পাশের থাকবে মন্দিরের চূড়ার আকৃতির ডোম। ২০২১ সালের অক্টোবর মাসে কাজ শুরু হয়। টার্গেট ছিল ১৮ মাসের। দেড় বছরের সেই লক্ষ্যমাত্রা ৪ বছরে পূরণ হতে চলেছে। অতিরিক্ত কাজ ও জিএসটি বেড়ে যাওয়ায় ৭০ কোটি টাকার বাজেট ৮২ কোটি টাকা।
advertisement
6/6
স্কাইওয়াক সম্পূর্ণ হয়ে গেলে সাধারণ দর্শনার্থীরা এসপি মুখার্জী রোড থেকে স্কাইওয়াকে করে একেবারে মন্দিরের সামনে গিয়ে নামবেন। আর হকারদের জন্য তৈরি হয়েছে চারতলা এসি মল। স্কাইওয়াক থেকে এসি মলে যাওয়ার প্রবেশ পথ থাকবে। নিচে পুরো হকার মুক্ত চলাচলের পথ থাকবে গাড়ি চলাচলের জন্য। ২০২১ সালে শুরু হয় স্কাই ওয়াক এর কাজ। শুরুতে ১৮ মাসের টার্গেট থাকলেও বার বার টার্গেট পরিবর্তন হয়। শেষ পর্যন্ত ২০২৫ এর এপ্রিলে শেষ হচ্ছে বহু প্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াকের কাজ। একই সঙ্গে হবে হকার পুনর্বাসনও।
স্কাইওয়াক সম্পূর্ণ হয়ে গেলে সাধারণ দর্শনার্থীরা এসপি মুখার্জী রোড থেকে স্কাইওয়াকে করে একেবারে মন্দিরের সামনে গিয়ে নামবেন। আর হকারদের জন্য তৈরি হয়েছে চারতলা এসি মল। স্কাইওয়াক থেকে এসি মলে যাওয়ার প্রবেশ পথ থাকবে। নিচে পুরো হকার মুক্ত চলাচলের পথ থাকবে গাড়ি চলাচলের জন্য। ২০২১ সালে শুরু হয় স্কাই ওয়াক এর কাজ। শুরুতে ১৮ মাসের টার্গেট থাকলেও বার বার টার্গেট পরিবর্তন হয়। শেষ পর্যন্ত ২০২৫ এর এপ্রিলে শেষ হচ্ছে বহু প্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াকের কাজ। একই সঙ্গে হবে হকার পুনর্বাসনও।
advertisement
advertisement
advertisement