SSC-র 'অযোগ্য' চাকরিপ্রার্থীদের তালিকা আজই প্রকাশ করবে কমিশন, জানিয়ে দিলেন ব্রাত্য বসু
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bratya Basu On SSC: আজ, বৃহস্পতিবার দাগিদের পূর্ণাঙ্গ তালিকা বের করতে চলেছে এসএসসি। দমদম সমাধান ভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, "দাগিদের লিস্ট বের করতে বলেছে কোর্ট। আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসি সেটা পালন করছে। স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার বিষয়ে আমরা বদ্ধপরিকর। যোগ্যদের কেউ যাতে বাদ না যায় সেবিষয়ে নজর রয়েছে আমাদের সবসময়।"
আজ, বৃহস্পতিবার দাগিদের পূর্ণাঙ্গ তালিকা বের করতে চলেছে এসএসসি। দমদম সমাধান ভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, "দাগিদের লিস্ট বের করতে বলেছে কোর্ট। আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসি সেটা পালন করছে। স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার বিষয়ে আমরা বদ্ধপরিকর। যোগ্যদের কেউ যাতে বাদ না যায় সেবিষয়ে নজর রয়েছে আমাদের সবসময়।
advertisement
এদিন এসএসসি নিয়ে বিরোধীদের বক্তব্য প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, "বিরোধীরা এধরনের চেষ্টা করবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারে। এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে শেষ করা আমাদের কাজ। দেশে এমন একটা কোনও রাজ্য দেখান যেখানে এত স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষা হয়েছে।"
advertisement
advertisement
advertisement
নতুন নিয়োগপ্রক্রিয়া নিয়ে ব্রাত্য বসু জানান, "এসএসসি কী ভাবে কবে নিয়োগ প্রক্রিয়া করবে সেটা তাদের উপর ছাড়ুন। ভারতবর্ষের কোথাও এভাবে পরীক্ষা হয়েছে বলে জানা নেই যেভাবে এসএসসি এবার পরীক্ষা নিয়েছে। কার্বন কপি দেওয়া, পরীক্ষার সময় নম্বর সবটা সামনে তুলে দেওয়া, সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে এসএসসি। এভাবে ভারতবর্ষের কোথাও পরীক্ষা হয়েছে বলে মনে হয় না।"
advertisement
এসএসসি-র যাবতীয় মামলা হাইকোর্টে নিয়ে asa নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা আশাবাদী। যোগ্য চাকরি প্রার্থীরা যাতে কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রয়েছে সুপ্রিম কোর্টের। স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে যাতে সব নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায় সেদিকে আমরা নজর রাখছি। যদি তার মধ্যে শেষ না করা যায় তাহলে কোর্টের সঙ্গে পরামর্শ করে আইনি ভাবে সাহায্য নেবে এসএসসি।
