Bengal BJP: জুলাইতেই বঙ্গ বিজেপিতে বিরাট রদবদল! শমীকের নতুন প্ল্যান, কারা আসতে চলেছেন পদে জানেন? দিলীপ ঘোষকে নিয়েও দলে বিপুল জল্পনা

Last Updated:
Bengal Bjp: মনে করা হচ্ছে বিজেপির আদি, ব্রাত্য কর্মীদের গুরুত্ব বাড়তে চলেছে এই নতুন করে তৈরি হওয়া কমিটিতে।
1/6
কলকাতা: জুলাইতেই হতে চলেছে রাজ্য বিজেপির নয়া কমিটি। বদল হতে পারে ৫ সাধারণ সম্পাদকের মধ্যে দুজন। মোর্চা সভাপতি পদেও আসতে পারে বদল। নতুন করে রাজ্য কমিটি তৈরির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
কলকাতা: জুলাইতেই হতে চলেছে রাজ্য বিজেপির নয়া কমিটি। বদল হতে পারে ৫ সাধারণ সম্পাদকের মধ্যে দুজন। মোর্চা সভাপতি পদেও আসতে পারে বদল। নতুন করে রাজ্য কমিটি তৈরির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
advertisement
2/6
সূত্রের খবর ২০ জুলাইয়ের পর হবে রদবদল। সভাপতি পদে আসার পর শমীক ভট্টাচার্য স্পষ্ট করেছেন, দলে পুরনো কর্মীদের গুরুত্ব থাকবে। মনে করা হচ্ছে বিজেপির আদি, ব্রাত্য কর্মীদের গুরুত্ব বাড়তে চলেছে এই নতুন করে তৈরি হওয়া কমিটিতে।
সূত্রের খবর ২০ জুলাইয়ের পর হবে রদবদল। সভাপতি পদে আসার পর শমীক ভট্টাচার্য স্পষ্ট করেছেন, দলে পুরনো কর্মীদের গুরুত্ব থাকবে। মনে করা হচ্ছে বিজেপির আদি, ব্রাত্য কর্মীদের গুরুত্ব বাড়তে চলেছে এই নতুন করে তৈরি হওয়া কমিটিতে।
advertisement
3/6
বঙ্গ বিজেপির ব্যাটন বদল হতেই একাধিক নয়া সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা, গুঞ্জন শুরু হয়েছিল। শমীক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পর ব্যতিক্রমী ভাষণে বুঝিয়ে দিয়েছিলেন, সংগঠনে ব্যাপক রদবদল হতে চলেছে। উগ্র হিন্দুত্বের লাইন থেকেও সরে আসছে বিজেপি।
বঙ্গ বিজেপির ব্যাটন বদল হতেই একাধিক নয়া সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা, গুঞ্জন শুরু হয়েছিল। শমীক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পর ব্যতিক্রমী ভাষণে বুঝিয়ে দিয়েছিলেন, সংগঠনে ব্যাপক রদবদল হতে চলেছে। উগ্র হিন্দুত্বের লাইন থেকেও সরে আসছে বিজেপি।
advertisement
4/6
বরং ‘সবকা সাথ’ বার্তা দিয়েছিলেন শমীক। এই গুঞ্জনও শোনা গিয়েছিল, শমীকের হাতে দায়িত্ব যাওয়ার ফলে এবার সক্রিয় হয়ে উঠতে পারে দিলীপ ঘোষ গোষ্ঠী। এ নিয়ে এবার মুখ খুলেছেন শমীক ভট্টাচার্যও। বলেছেন, ”দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর সেখানেই লাগানো হবে।”
বরং ‘সবকা সাথ’ বার্তা দিয়েছিলেন শমীক। এই গুঞ্জনও শোনা গিয়েছিল, শমীকের হাতে দায়িত্ব যাওয়ার ফলে এবার সক্রিয় হয়ে উঠতে পারে দিলীপ ঘোষ গোষ্ঠী। এ নিয়ে এবার মুখ খুলেছেন শমীক ভট্টাচার্যও। বলেছেন, ”দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর সেখানেই লাগানো হবে।”
advertisement
5/6
ইতিমধ্যে ৬, মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ের ভোলবদল করে ফেলেছেন রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার কার্যালয় থেকে সমস্ত নেতার ছবি সরিয়ে বড় করে লাগানো হয়েছে দলের প্রতীক পদ্মের ছবি। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবিও সরিয়ে ফেলা হয়েছে।
ইতিমধ্যে ৬, মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ের ভোলবদল করে ফেলেছেন রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার কার্যালয় থেকে সমস্ত নেতার ছবি সরিয়ে বড় করে লাগানো হয়েছে দলের প্রতীক পদ্মের ছবি। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবিও সরিয়ে ফেলা হয়েছে।
advertisement
6/6
অনেকেই বলছেন, শমীক পদে আসলেও রাজ্য সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্ব মেটার বদলে জিইয়ে রইল। বর্তমান রাজ্য সভাপতির নানান মন্তব্যে আরও একটি বিষয়ও স্পষ্ট হয়ে গেল, গেরুয়া সংগঠনের আদি নেতৃত্বকেই ফের গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনেকেই বলছেন, শমীক পদে আসলেও রাজ্য সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্ব মেটার বদলে জিইয়ে রইল। বর্তমান রাজ্য সভাপতির নানান মন্তব্যে আরও একটি বিষয়ও স্পষ্ট হয়ে গেল, গেরুয়া সংগঠনের আদি নেতৃত্বকেই ফের গুরুত্ব দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
advertisement