গয়না প্রর্দশন করার সময়ই জানানো হয়েছে যে এই পরিমাণ গয়না ঠাকুরের মুর্তিতে পরনোর পর আর শোরুমে নিয়ে যাওয়া হবে না ৷ এটা দিয়েই হবে নিলাম ৷ নিলামে যে টাকা উঠবে তা পুরোটাই যাবে মেয়েদের শিক্ষার জন্য ৷ অর্থাৎ পুজোয় শুধু প্রতিমাকে গয়না পরানোই নয়, সেই গয়না ব্যবহৃত হবে নারী শক্তির জন্য ৷ মত আহিরিটোলা সর্বোজনীনের কর্তৃপক্ষের ৷