নেশায় মানুষ কী না করে থাকে ? আপাতত মানুষের নেসার তালিকায় ছিল মদ, গাঁজা, বিড়ি, সিগারেট ছাড়াও অনেক নেশা রয়েছে তবে ৷ এই নেশার সন্ধান পেলেও আপনারও কপালে উঠবে চোখ ৷ স্যানিটারি প্যাড সেদ্ধ করে সেই জলও আজকাল মানুষের নেশার তালিকায় তালিকাভূক্ত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷