Hafiz Saeed News: ভারতের ১ নম্বর শত্রু হাফিজ সঈদও খতম? পড়ছে শেষ নিঃশ্বাস! আবু কাতালের সঙ্গেই ছিলেন, পাকিস্তানে জোর চর্চা শুরু, কী ঘটেছে জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Hafiz Saeed News: হাফিজ সঈদ পাকিস্তানি সেনার কোর কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করে ফিরছিল। সেই সময় তার ডানহাত আবু কাতালও তার সঙ্গে ছিল।
advertisement
advertisement
advertisement
হাফিজ সঈদের জন্ম ১৯৫০ সালে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরগোধা জেলায়। সে পাকিস্তানের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (UET), লাহোর থেকে পড়াশোনা করেছিল। তারপর পাকিস্তান থেকে সে সৌদি আরব চলে যায়, সেখানেই কট্টর ইসলামিক মতাদর্শে আসক্ত হয় হাফিজ। ১৯৮০ সাল নাগাদ সে আফগানিস্তানে জিহাদিদের সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপের প্রশিক্ষণ নেয়।
advertisement
advertisement
১৯৯০ সালের কাছাকাছি সময় হাফিজ সঈদ লস্কর-ই-তইবা প্রতিষ্ঠা করে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর সমর্থন ছিল লস্করের সঙ্গে। এই সংগঠন ভারত বিরোধী সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত এবং কাশ্মীরে অনেকগুলি সন্ত্রাসবাদী হামলা চালায়। ২০০২ সালে ভারত এবং আমেরিকা লস্করকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে, যার পর হাফিজ সঈদ জামাত-উদ-দাওয়া (JuD) নামে নতুন সংগঠন গড়ে তোলে। যদিও, এই সংগঠনও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বলেই প্রকাশ্যে আসে।
advertisement
advertisement
