'ফিরে এসো' বিবাহ বিচ্ছেদের মাঝেই কাছে ডাকার কাতর বার্তা সুনিতার! কী বললেন গোবিন্দা?

Last Updated:
কিছুদিন আগেই গোবিন্দার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সুনিতা। আর এবার ফিরে আসার বার্তা দিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি।
1/5
 কিছুদিন আগেই গোবিন্দার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সুনিতা। আর এবার ফিরে আসার বার্তা দিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি।
কিছুদিন আগেই গোবিন্দার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সুনিতা। আর এবার ফিরে আসার বার্তা দিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি।
advertisement
2/5
গোবিন্দ আরও জানান যে দুর্ঘটনার পর শিল্পা শেঠি হাসপাতালে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। শিল্পা শেট্টি হাসতে হাসতে গোবিন্দকে হাসপাতালে জিজ্ঞাসা করেন - 'তোমার গুলি কীভাবে লেগেছিল? গুলি চালানোর সময় সুনিতা কোথায় ছিল?'
এই প্রসঙ্গে তিনি বলেন, "আমার থেকে গোবিন্দাকে বেশি কেউ চেনে না। জীবনে আর কখন কেউ বেশি জানবেও না।"
advertisement
3/5
প্রায় ১০ মাস আগে, বলিউড অভিনেতা গোবিন্দের পায়ে গুলি লেগে আহত হন। বলা হয়েছে, আলমারিতে রিভলবার রাখার সময় গুলিটি বের হয়ে যায়। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা তার পা থেকে গুলিটি বের করে ফেলেন। ঘটনার সময় গোবিন্দ বাড়িতে একা ছিলেন। তার স্ত্রী সুনীতা আহুজা জয়পুরে ছিলেন। ২৯ সেপ্টেম্বর খাটুশ্যম বাবার কাছে গিয়েছিলেন তিনি। ৩০ সেপ্টেম্বর বিকেল ৪.৩০ মিনিটে তিনি মন্দিরে যান। ১ অক্টোবর দুপুর ২টায় মুম্বই যাওয়ার কথা ছিল তার কিন্তু ভোর ৫টার দিকে তিনি গোবিন্দের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানতে পারেন।
গোবিন্দাকে ডাকনামে 'চি চি' বলে ডাকেন সুনিতা। সেই প্রসঙ্গেই তিনি বলেন, "গোবিন্দা আমার 'চি চি' ফিরে আসো আমার কাছে।"
advertisement
4/5
সুনীতা বলেন, ‘‘আমরা আলাদা থাকি কারণ গোবিন্দ যখন রাজনীতিতে যোগদান করলেন, তখন আমার মেয়ে বড় হচ্ছিল, এবং দলীয় কর্মীরা প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। যেহেতু আমরা বাড়িতে শর্টস পরে স্বচ্ছন্দ ভোগ করতাম, তাই বহিরাগতদের যখন তখন চলে আসায় অস্বস্তি বোধ করতাম। সেই অসুবিধে এড়াতে আমরা কাছাকাছি একটি অফিস করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’’
শুক্রবার, সংবাদসংস্থা সূত্রে খবর সুনিতা আহুজা গত বৃহস্পতিবার বলিউড স্টার গোবিন্দার নামে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। এরপরেই বলি পাড়ায় গুঞ্জন পড়ে যায়।
advertisement
5/5
বলিউড তারকা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিবাহ বিচ্ছেদের অভিযোগ নিয়ে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে যে সুনীতা ছয় মাস আগে গোবিন্দাকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছিলেন। কিন্তু অভিনেতার আইনজীবীর মতে, এই দম্পতি এখন তাদের মতবিরোধ মিটিয়ে ফেলেছেন।
তারপরেই এমন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি গোবিন্দা।
advertisement
advertisement
advertisement