Piya Chakraborty: কারোর প্রাক্তন কিংবা বর্তমান স্ত্রী হিসেবে নয়, 'পরম সুন্দরী'-র আসল পরিচয় জানেন? পিয়াকে চিনুন 'এই'ভাবে

Last Updated:
Piya Chakraborty: প্রাক্তন কিংবা বর্তমানের তকমাতে নয় বরং পিয়া চক্রবর্তীকে তাঁর নিজের পরিচয়ে অনেকে চেনেন৷
1/6
টলিপাড়ার টক অফ দ্য টাউন পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে রীতিমতো তোলপাড় টলিপাড়া৷ ২৭ তারিখ বিয়ের খবর ফাঁস হতেই সকলের চোখ ছিল তাঁদের দিকে৷ অবশেষে সমস্ত জল্পনাকে সত্যি করে রেজিস্ট্রি করে ঘরোয়া ভাবে বিয়ে সারলেন পিয়া ও পরমব্রত৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
টলিপাড়ার টক অফ দ্য টাউন পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে রীতিমতো তোলপাড় টলিপাড়া৷ ২৭ তারিখ বিয়ের খবর ফাঁস হতেই সকলের চোখ ছিল তাঁদের দিকে৷ অবশেষে সমস্ত জল্পনাকে সত্যি করে রেজিস্ট্রি করে ঘরোয়া ভাবে বিয়ে সারলেন পিয়া ও পরমব্রত৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
2/6
দীর্ঘ ৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন বছর দুয়েক আগেই৷ টুইটারে আনুষ্ঠানিক বার্তার মাধ্যমেই বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায় ও তার স্ত্রী পিয়া রায়৷ ডিভোর্সের ২ বছরের মধ্যেই পরমব্রতর সঙ্গে নতুন করে সংসার পাতলেন প্রিয়া৷  ছবিঃ সোশ্যাল মিডিয়া।
দীর্ঘ ৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন বছর দুয়েক আগেই৷ টুইটারে আনুষ্ঠানিক বার্তার মাধ্যমেই বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায় ও তার স্ত্রী পিয়া রায়৷ ডিভোর্সের ২ বছরের মধ্যেই পরমব্রতর সঙ্গে নতুন করে সংসার পাতলেন প্রিয়া৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
3/6
অনুপমের প্রাক্তন স্ত্রী কিংবা পরমব্রতর বর্তমান বউ হিসেবে নয়, পিয়ার নিজের আলাদা একটা পরিচয় রয়েছে৷ যা কিনা তাকে আলাদা করে চিনতে সাহায্য করেছে৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
অনুপমের প্রাক্তন স্ত্রী কিংবা পরমব্রতর বর্তমান বউ হিসেবে নয়, পিয়ার নিজের আলাদা একটা পরিচয় রয়েছে৷ যা কিনা তাকে আলাদা করে চিনতে সাহায্য করেছে৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
4/6
প্রাক্তন কিংবা বর্তমানের তকমাতে নয় বরং পিয়া চক্রবর্তীকে তাঁর নিজের পরিচয়ে অনেকে চেনেন৷ প্রেসিডেন্সিতে পড়াশোনা করতেন পিয়া৷ তারপরই সেখান থেকে চলে যান দিল্লিতে৷ অ্যান্থ্রোপলজি নিয়ে পিএইচডি করেন দিল্লির এক বিশ্ববিদ্যালয় থেকে৷ বিদেশি বিশ্ববিদ্যালয়েরও ডিগ্রি রয়েছে পিয়ার ঝুলিতে৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
প্রাক্তন কিংবা বর্তমানের তকমাতে নয় বরং পিয়া চক্রবর্তীকে তাঁর নিজের পরিচয়ে অনেকে চেনেন৷ প্রেসিডেন্সিতে পড়াশোনা করতেন পিয়া৷ তারপরই সেখান থেকে চলে যান দিল্লিতে৷ অ্যান্থ্রোপলজি নিয়ে পিএইচডি করেন দিল্লির এক বিশ্ববিদ্যালয় থেকে৷ বিদেশি বিশ্ববিদ্যালয়েরও ডিগ্রি রয়েছে পিয়ার ঝুলিতে৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
5/6
পড়াশোনা ছাড়া কেরিয়ারেও সফল পিয়া চক্রবর্তী৷ তিনি একজন সমাজকর্মী, ফেমিনিস্ট৷ মানসিক স্বাস্থ্যই তার প্রধান গুরুত্বপূর্ণ বিষয়৷  নিজের কাজের বাইরে সঙ্গীতেও মন রয়েছে তাঁর৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
পড়াশোনা ছাড়া কেরিয়ারেও সফল পিয়া চক্রবর্তী৷ তিনি একজন সমাজকর্মী, ফেমিনিস্ট৷ মানসিক স্বাস্থ্যই তার প্রধান গুরুত্বপূর্ণ বিষয়৷ নিজের কাজের বাইরে সঙ্গীতেও মন রয়েছে তাঁর৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
6/6
রবীন্দ্রসঙ্গীতের অন্যতম পীঠস্থান দক্ষিণী থেকে গানের তালিম নিয়েছিলেন তিনি৷ অনুপম রায়ের সুরে  মিউজিক অ্যালবামও রিলিজ করেছিলেন পিয়া৷ এখানেই শেষ নয়, হেড নামে নিজের একটি স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে পিয়া চক্রবর্তীর৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
রবীন্দ্রসঙ্গীতের অন্যতম পীঠস্থান দক্ষিণী থেকে গানের তালিম নিয়েছিলেন তিনি৷ অনুপম রায়ের সুরে মিউজিক অ্যালবামও রিলিজ করেছিলেন পিয়া৷ এখানেই শেষ নয়, হেড নামে নিজের একটি স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে পিয়া চক্রবর্তীর৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
advertisement
advertisement