Toto : টোটোয় চেপে চোরাপথে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ছক! সীমান্তে গ্রেফতার মোট পাঁচজন

Last Updated:

India-Bangladesh Border : টাকার বিনিময়ে ভারতীয় দালাল ধরে হাকিমপুর চেকপোস্ট দিয়ে সীমান্ত পেরোনোর পরিকল্পনা ছিল ওই চারজন বাংলাদেশীর। টোটো থেকে উদ্ধার হয় একই পরিবারের স্বামী- স্ত্রী এবং তাদের দুই নাবালক সন্তান। প্রাথমিক জেরায় তারা স্বীকার করেছেন।

পুলিশের জালে বাংলাদেশী ও দালাল
পুলিশের জালে বাংলাদেশী ও দালাল
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তে গ্রেফতার পাঁচজন, চোরাপথে বাংলাদেশে যাওয়ার অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার  স্বরূপনগর ব্লকের হাকিমপুর সীমান্তে টোটোয় করে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল চার বাংলাদেশী ও এক ভারতীয় দালাল।
এদিন সকালে সীমান্তে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর  জওয়ানদের চোখে সন্দেহজনকভাবে ধরা পড়ে একটি টোটো। আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর , টাকার বিনিময়ে ভারতীয় দালাল ধরে হাকিমপুর চেকপোস্ট দিয়ে সীমান্ত পেরোনোর পরিকল্পনা ছিল ওই চারজন বাংলাদেশীর। টোটো থেকে উদ্ধার হয় একই পরিবারের স্বামী- স্ত্রী এবং তাদের দুই নাবালক সন্তান। প্রাথমিক জেরায় তারা স্বীকার করেছেন , তারা বাংলাদেশী এবং ভারত থেকে নিজেদের বরিশালের বাড়িতে যাচ্ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন- পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে ঘুরতে যেতে আর রাস্তার সমস্যা নেই, স্বস্তিতে পর্যটকরা
এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে টোটো চালক তথা স্থানীয় দালাল শাহাজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক পাঁচজনকেই স্বরূপনগর থানায় হস্তান্তর করে পরে বসিরহাট মহকুমা আদালতে রুজু করা হয় মামলা। ভারত- বাংলাদেশ সীমান্তে বারবার এই ধরনের চোরাপথে যাতায়াত রুখতে কড়া নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে বিএসএফ সূত্রে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto : টোটোয় চেপে চোরাপথে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ছক! সীমান্তে গ্রেফতার মোট পাঁচজন
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement