Toto : টোটোয় চেপে চোরাপথে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ছক! সীমান্তে গ্রেফতার মোট পাঁচজন
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
India-Bangladesh Border : টাকার বিনিময়ে ভারতীয় দালাল ধরে হাকিমপুর চেকপোস্ট দিয়ে সীমান্ত পেরোনোর পরিকল্পনা ছিল ওই চারজন বাংলাদেশীর। টোটো থেকে উদ্ধার হয় একই পরিবারের স্বামী- স্ত্রী এবং তাদের দুই নাবালক সন্তান। প্রাথমিক জেরায় তারা স্বীকার করেছেন।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তে গ্রেফতার পাঁচজন, চোরাপথে বাংলাদেশে যাওয়ার অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের হাকিমপুর সীমান্তে টোটোয় করে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল চার বাংলাদেশী ও এক ভারতীয় দালাল।
এদিন সকালে সীমান্তে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের চোখে সন্দেহজনকভাবে ধরা পড়ে একটি টোটো। আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর , টাকার বিনিময়ে ভারতীয় দালাল ধরে হাকিমপুর চেকপোস্ট দিয়ে সীমান্ত পেরোনোর পরিকল্পনা ছিল ওই চারজন বাংলাদেশীর। টোটো থেকে উদ্ধার হয় একই পরিবারের স্বামী- স্ত্রী এবং তাদের দুই নাবালক সন্তান। প্রাথমিক জেরায় তারা স্বীকার করেছেন , তারা বাংলাদেশী এবং ভারত থেকে নিজেদের বরিশালের বাড়িতে যাচ্ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন- পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে ঘুরতে যেতে আর রাস্তার সমস্যা নেই, স্বস্তিতে পর্যটকরা
এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে টোটো চালক তথা স্থানীয় দালাল শাহাজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক পাঁচজনকেই স্বরূপনগর থানায় হস্তান্তর করে পরে বসিরহাট মহকুমা আদালতে রুজু করা হয় মামলা। ভারত- বাংলাদেশ সীমান্তে বারবার এই ধরনের চোরাপথে যাতায়াত রুখতে কড়া নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে বিএসএফ সূত্রে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Basirhat,North Twenty Four Parganas,West Bengal
First Published :
December 09, 2025 8:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto : টোটোয় চেপে চোরাপথে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ছক! সীমান্তে গ্রেফতার মোট পাঁচজন








