Naagin 6: করণ কুন্দ্রার সঙ্গে বিয়ে সেরে ফেললেন তেজস্বী? নববধূর বেশে মুগ্ধ করলেন 'নাগিন'

Last Updated:
Tejasswi Prakash : বিগবসের ঘর থেকে করণ ও তেজস্বীর প্রেম শুরু। সেখান থেকেই তাঁদের তেজরণ বলে ডাকা হয়।
1/10
নাগিন ৬ এর শ্যুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী তেজস্বী প্রকাশ। বিগবস জেতার পর থেকে তিনি জনপ্রিয়তার শিখরে। তাঁর এক ঝলক ক্যামেরা বন্দি করতে শ্যুটিং সেটে পৌঁছে যান পাপারাজ্জিরা।
নাগিন ৬ এর শ্যুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী তেজস্বী প্রকাশ। বিগবস জেতার পর থেকে তিনি জনপ্রিয়তার শিখরে। তাঁর এক ঝলক ক্যামেরা বন্দি করতে শ্যুটিং সেটে পৌঁছে যান পাপারাজ্জিরা।
advertisement
2/10
সম্প্রতি পাপারাজ্জিরা তাঁকে একেবারে নববধূর বেশে দেখতে পেলেন। নাগিনের চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। তবে নববধূর বেশে দেখে অনুরাগীরা অন্য কিছুই বলছেন।
সম্প্রতি পাপারাজ্জিরা তাঁকে একেবারে নববধূর বেশে দেখতে পেলেন। নাগিনের চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। তবে নববধূর বেশে দেখে অনুরাগীরা অন্য কিছুই বলছেন।
advertisement
3/10
নেটিজেন দেখে বলছে, এ তো করণ কুন্দ্রার বউ। কেউ আবার বলছেন, তেজস্বী কি বিয়ে সেরে নিলেন?
নেটিজেন দেখে বলছে, এ তো করণ কুন্দ্রার বউ। কেউ আবার বলছেন, তেজস্বী কি বিয়ে সেরে নিলেন?
advertisement
4/10
নাগিন ৬ এর এক এপিসোডেই তাঁকে দেখা যাবে এই নববধূর বেশে। তাই এই সাজ।
নাগিন ৬ এর এক এপিসোডেই তাঁকে দেখা যাবে এই নববধূর বেশে। তাই এই সাজ।
advertisement
5/10
নববধূর বেশে তাঁকে দেখে মুগ্ধ নেটিজেন। বাস্তবে বউ এর সাজে দেখতে তাঁরা অপেক্ষা করে আছেন।
নববধূর বেশে তাঁকে দেখে মুগ্ধ নেটিজেন। বাস্তবে বউ এর সাজে দেখতে তাঁরা অপেক্ষা করে আছেন।
advertisement
6/10
বিগবসের ঘর থেকে করণ ও তেজস্বীর প্রেম শুরু। সেখান থেকেই তাঁদের তেজরণ বলে ডাকা হয়।
বিগবসের ঘর থেকে করণ ও তেজস্বীর প্রেম শুরু। সেখান থেকেই তাঁদের তেজরণ বলে ডাকা হয়।
advertisement
7/10
আর তাই তাঁদের অনুরাগীর সংখ্যা অগুন্তি। প্রায়ই করণ ও তেজস্বী তাঁদের প্রেমের রসায়ন ভাগ করে নেন নেটিজেনদের সঙ্গে।
আর তাই তাঁদের অনুরাগীর সংখ্যা অগুন্তি। প্রায়ই করণ ও তেজস্বী তাঁদের প্রেমের রসায়ন ভাগ করে নেন নেটিজেনদের সঙ্গে।
advertisement
8/10
তবে প্রেমের পাশাপাশি দুজনেই  কাজ নিয়েও ব্যস্ত। বিগবস জেতার সঙ্গে সঙ্গেই নাগিন সিরিয়ালে কাজ করার সুযোগ পেয়েছেন তেজস্বী।
তবে প্রেমের পাশাপাশি দুজনেই কাজ নিয়েও ব্যস্ত। বিগবস জেতার সঙ্গে সঙ্গেই নাগিন সিরিয়ালে কাজ করার সুযোগ পেয়েছেন তেজস্বী।
advertisement
9/10
করণ ও তেজস্বী একসঙ্গে একটি মিউজিক ভিডিওতেও কাজ করছেন। সেই মিউজিক ভিডিওর পোস্টারও শেয়ার করেছেন অভিনেত্রী।
করণ ও তেজস্বী একসঙ্গে একটি মিউজিক ভিডিওতেও কাজ করছেন। সেই মিউজিক ভিডিওর পোস্টারও শেয়ার করেছেন অভিনেত্রী।
advertisement
10/10
তবে এই লুক দেখে অনুরাগীরা চাইছেন করণ ও তেজস্বী তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসুন।
তবে এই লুক দেখে অনুরাগীরা চাইছেন করণ ও তেজস্বী তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসুন।
advertisement
advertisement
advertisement