নতুন এই ওয়েব সিরিজ দেখেছেন? ৬.৮ রেটিং রয়েছে, একবার দেখলে ‘পঞ্চায়েত’ ভুলে যাবেন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
‘জয় মহেন্দ্রন’। ১১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আর শুরুতেই হিট। দর্শকরা তো প্রশংসা করছেনই, মুগ্ধ হয়ে গিয়েছেন সমালোচকরাও।
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের কথা কে ভুলতে পারে! জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা এবং রঘুবীর যাদব সাড়া ফেলে দিয়েছেন গোটা দেশেই। এখনও পর্যন্ত ৩টি সিজন এসেছে। তিনটিই সুপারহিট। পঞ্চায়েত প্রধান আর সচিবের কাণ্ডকারখানা নিয়েই এগিয়েছে সিরিজের গল্প। সচিবের ভূমিকায় প্রশংসিত হচ্ছে জিতেন্দ্রর অভিনয়। এবার এল তহসিলদারকে নিয়ে নয়া ওয়েব সিরিজ, ‘জয় মহেন্দ্রন’।
advertisement
১১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আর শুরুতেই হিট। দর্শকরা তো প্রশংসা করছেনই, মুগ্ধ হয়ে গিয়েছেন সমালোচকরাও। আইএমডিবি রেটিং ‘পঞ্চায়েত ৩’-এর কিছুটা কম। তবে এই সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। যার সঙ্গে একমাত্র ‘পঞ্চায়েত’-এরই তুলনা করা যায়। পঞ্চায়েতের যেমন সচিবজি, তেমনই এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে মহেন্দ্রনজি। তিনি পেশায় ডেপুটি তহসিলদার। সবসময় মানুষের পাশে দাঁড়ান। সাহায্য করেন। কিন্তু তিনি সেয়ানাও কম নন। কাজ করাতে পারদর্শী।
advertisement
তিনি এমন এক ধূর্ত অফিসার যিনি নিজের লক্ষ্য অর্জনের জন্য সিস্টেমকে কাজে লাগাতে জানেন। এই কারণেই গোটা অফিস আর তালুকে তাঁর জনপ্রিয়তা। সিরিজে দেখা যাচ্ছে, ওই তালুকে অনেক গ্রাম। সম্পত্তি এবং জমিজমা নিয়ে বিরোধ লেগেই থাকে। নথি সংক্রান্ত সমস্যাও রয়েছে। সেই সব নিয়ে তালুকের অফিসে ভিড় জমান গ্রামবাসীরা। সরকারি অফিসে কীভাবে কাজ হয়, তার একটা আভাস পাওয়া যায় এই ওয়েবসিরিজ থেকে।মজা আর আবেগের কোনও কমতি নেই সিরিজে।
advertisement
আবেগঘন বহু দৃশ্যও রয়েছে। এর মধ্যেই অফিসে যোগ দেন এক সৎ মহিলা তহসিলদার। এরপর মহেন্দ্রনের কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এক দরিদ্র ব্যক্তির প্রতি দয়াবশত কিছু জমি বরাদ্দ করে দেন তিনি। মহেন্দ্রনও সরকারি জমি তুলে দেন গরিবদের হাতে। এক পর্যায়ে দু’জনের বিরুদ্ধেই জমি দূর্নীতির অভিযোগ ওঠে। দু’জনকেই সাসপেন্ড করা হয়। ক্লাইম্যাক্সে জমিয়ে দিয়েছেন পরিচালক।
advertisement
গল্প এমন পথে এগিয়েছে যা দর্শকের কল্পনার বাইরে। সিরিজে ডেপুটি তহসিলদারের ভূমিকায় অভিনয় করেছেন সাইজু কুরুপ। আর তহসিলদারের চরিত্রে রয়েছেন সুহাসিনী মণিরত্নম। বর্ষীয়াণ চলচ্চিত্র পরিচালক মণিরত্নমের স্ত্রী। এই সিরিজ দেখা যাচ্ছে Sony Liv-এ। ‘জয় মহেন্দ্রন’ মূলত মালায়লাম ভাষার ওয়েব সিরিজ। তবে কন্নড়, তামিল, তেলেগু এবং হিন্দিতেও ডাব করা হয়েছে। ওয়েব সিরিজ দর্শকদের অসুবিধা হবে না। সিরিজের পরিচালক শ্রীকান্ত মোহন। চিত্রনাট্য লিখেছেন রাহুল রিজি নায়ার।