Eta Amader Golpo: অভিনব উপস্থাপনা নিয়ে রুপোলি পর্দা মাতাল প্রিমিয়ার, স্ক্রিনিং শেষে রাত-আসরে নামল চাঁদের হাট, মানসীর এই ছবি সবার গল্প
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
‘এটা আমাদের গল্প’-এ দুই তথাকথিত ‘অতি বয়স্ক’ নায়ক-নায়িকাকে নিয়ে দুই পরিবারে যে সব টানাপড়েন, জটিলতা তৈরি হয়, তার ফাঁকে ফাঁকেও পরিচালক এনেছেন কমেডির সরসতা। আর তারই মধ্যে জমে ওঠে নায়ক-নায়িকা হিসেবে শাশ্বত ও অপরাজিতার চিরসবুজ প্রেমের রসায়ন। বয়স যেখানে কেবলই একটা সংখ্যা ছাড়া কিচ্ছু নয়।
advertisement
advertisement
advertisement
আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠল সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি। পরিচালক মানসীর সূক্ষ্ম হাস্যরসের চেতনা যে দুর্দান্ত, তা বিভিন্ন ছবিতে তাঁর অভিনীত চরিত্রগুলি দেখলেই বোঝা যায়। সেই হাসি-রসিকতাবোধ যে নিজের পরিচালনার ছবিতে ব্যবহার করবেনই, সে বিষয়ে কোনও সন্দেহ রাখার অবকাশ নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারও বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী। যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। আর সেই বিশ্বাস কীভাবে দু’টি পরিবারের মধ্যে মিশে গেল, সেই গল্পটা না-হয় আপাতত তোলাই থাকল…। আর এমন ভালবাসার গল্পের সাক্ষী থাকতে আসতেই হবে প্রেক্ষাগৃহে। কারণ এটা যে সকলের গল্প!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement