অরিজিৎ সিং কেন হঠাৎ পাগড়ি পরা শুরু করলেন? রয়েছে সবার অজানা কারণ, আজ শুনে নিন

Last Updated:
Arijit Singh turban: অরিজিৎ সিংকে আর কেন পাগড়ি ছাড়া দেখা যায় না? রয়েছে বড় এক কারণ।
1/7
অনেকদিন হল তাঁকে আর কেউ পাগড়ি ছাড়া দেখেননি। তিনি ঠিক করছেন, এবার থেকে যেখানেই যাবেন, মাথায় থাকবে পাগড়ি। অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্ত অনেকেই হয়তো খেয়াল করেছেন!
অনেকদিন হল তাঁকে আর কেউ পাগড়ি ছাড়া দেখেননি। তিনি ঠিক করছেন, এবার থেকে যেখানেই যাবেন, মাথায় থাকবে পাগড়ি। অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্ত অনেকেই হয়তো খেয়াল করেছেন!
advertisement
2/7
বছর দুয়েকের বেশি সময় ধরে অরিজিৎ মাথায় পাগড়ি না বেঁধে কোথাও যাচ্ছেন না। সব সময়ই তাঁর চুল ঢাকা। কারণটা কী! ভাবছেন হয়তো অনেকেই!
বছর দুয়েকের বেশি সময় ধরে অরিজিৎ মাথায় পাগড়ি না বেঁধে কোথাও যাচ্ছেন না। সব সময়ই তাঁর চুল ঢাকা। কারণটা কী! ভাবছেন হয়তো অনেকেই!
advertisement
3/7
২০২১ সালে ১৯ মে অরিজিৎ মাকে হারান। তাঁর মায়ের শরীরে করোনার থাবা পড়েছিল। তবে তিনি মারণ ভাইরাসকে হারিয়ে সেরে উঠেছিলেন। শেষ পর্যন্ত হার মানেন সেরিব্রাল স্ট্রোকে।
২০২১ সালে ১৯ মে অরিজিৎ মাকে হারান। তাঁর মায়ের শরীরে করোনার থাবা পড়েছিল। তবে তিনি মারণ ভাইরাসকে হারিয়ে সেরে উঠেছিলেন। শেষ পর্যন্ত হার মানেন সেরিব্রাল স্ট্রোকে।
advertisement
4/7
৬ জুন অরিজিৎ সিং একটি অনলাইন কনসার্ট করেন। সেখানেই তাঁকে প্রথমবার দেখা যায় পাগড়ি পরে। তার পর থেকে তাঁকে কোনও শো বা কনসার্টে আর পাগড়ি ছাড়া দেখা যায়নি।
৬ জুন অরিজিৎ সিং একটি অনলাইন কনসার্ট করেন। সেখানেই তাঁকে প্রথমবার দেখা যায় পাগড়ি পরে। তার পর থেকে তাঁকে কোনও শো বা কনসার্টে আর পাগড়ি ছাড়া দেখা যায়নি।
advertisement
5/7
অরিজিৎ সিংয়ের মা বাঙালি, বাবা পঞ্জাবি। এ কথা প্রায় সকলেই জানেন। মা চলে যাওয়ার পর থেকে অরিজিৎ আরও বেশি বাবার সঙ্গে থাকার চেষ্টা করেন। তিনি এমনিতেও বেশিরভাগ সময়টাই জিয়াগঞ্জেই থাকেন।
অরিজিৎ সিংয়ের মা বাঙালি, বাবা পঞ্জাবি। এ কথা প্রায় সকলেই জানেন। মা চলে যাওয়ার পর থেকে অরিজিৎ আরও বেশি বাবার সঙ্গে থাকার চেষ্টা করেন। তিনি এমনিতেও বেশিরভাগ সময়টাই জিয়াগঞ্জেই থাকেন।
advertisement
6/7
অরিজিৎ ঠিক করেন, তিনি শিঁকড়ের আরও কাছাকাছি থাকবেন। বাবা কক্কর সিংয়ের মতোই তাই এখন তাঁরও সর্বক্ষণের সঙ্গী এই পাগড়ি।
অরিজিৎ ঠিক করেন, তিনি শিঁকড়ের আরও কাছাকাছি থাকবেন। বাবা কক্কর সিংয়ের মতোই তাই এখন তাঁরও সর্বক্ষণের সঙ্গী এই পাগড়ি।
advertisement
7/7
সারা বিশ্বে তাঁর কোটি কোটি ভক্ত। তবে তিনি এত খ্যাতি, এত যশের ধার ধারেন না। থাকেন একেবরে সাদামাটাভাবে। তাঁর এই জীবন যাপনই বহু মানুষকে প্রেরণা জুগিয়ে যায়।
সারা বিশ্বে তাঁর কোটি কোটি ভক্ত। তবে তিনি এত খ্যাতি, এত যশের ধার ধারেন না। থাকেন একেবরে সাদামাটাভাবে। তাঁর এই জীবন যাপনই বহু মানুষকে প্রেরণা জুগিয়ে যায়।
advertisement
advertisement
advertisement