Alia Bhatt Pregnant|| শ্যুটিং থেকে এখনই বিরতি? কত মাসের অন্তঃসত্ত্বা নায়িকা? গর্ভবতী আলিয়ার নয়া ছবি ভাইরাল...

Last Updated:
Alia Bhatt and Ranbir Kapoor are expecting first child: বিয়ের ৭৩ দিনের মাথায় বড় সুখবর রণবীর কাপুর এবং আলিয়া ভাট। প্রথম সন্তানের আসার অপেক্ষায় দিন গোনা শুরু করলেন রালিয়া। সুখবর দিলেন ইনস্টাগ্রামে।
1/10
*বিয়ের ৭৩ দিনের মাথায় বড় সুখবর রণবীর কাপুর এবং আলিয়া ভাট। প্রথম সন্তানের আসার অপেক্ষায় দিন গোনা শুরু করলেন রালিয়া। সুখবর দিলেন ইনস্টাগ্রামে। (Image: Instagram)
*বিয়ের ৭৩ দিনের মাথায় বড় সুখবর রণবীর কাপুর এবং আলিয়া ভাট। প্রথম সন্তানের আসার অপেক্ষায় দিন গোনা শুরু করলেন রালিয়া। সুখবর দিলেন ইনস্টাগ্রামে। (Image: Instagram)
advertisement
2/10
*আজ ইনস্টাগ্রামে দু'টি ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন আলিয়া নিজেই। ছবিটির সঙ্গে লিখেছেন, 'আমাদের সন্তান। তাড়াতাড়িই আসছে।' (Image: Instagram)
*আজ ইনস্টাগ্রামে দু'টি ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন আলিয়া নিজেই। ছবিটির সঙ্গে লিখেছেন, 'আমাদের সন্তান। তাড়াতাড়িই আসছে।' (Image: Instagram)
advertisement
3/10
*এ দিন আলিয়া মা হওয়ার কথা জানালেও, তিনি কত মাসের অন্ত্বঃস্বত্বা তা জানা যায়নি। সম্প্রতি যে কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে তাতেও সে ভাবে নজরে আসেনি তাঁর বেবি বাম্প। ফলে ঠিক কোন মাসে তাঁদের সন্তান ভূমিষ্ঠ হবে, তা এখনও অজানা। (Image: Instagram)
*এ দিন আলিয়া মা হওয়ার কথা জানালেও, তিনি কত মাসের অন্ত্বঃস্বত্বা তা জানা যায়নি। সম্প্রতি যে কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে তাতেও সে ভাবে নজরে আসেনি তাঁর বেবি বাম্প। ফলে ঠিক কোন মাসে তাঁদের সন্তান ভূমিষ্ঠ হবে, তা এখনও অজানা। (Image: Instagram)
advertisement
4/10
*এ দিন আলিয়া যে দুটি ছবি শেয়ার করেছেন, তার প্রথমটিতে দেখা গিয়েছে সোনোগ্রাফির জন্য হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। পাশে বসে রয়েছেন স্বামী রণবীর। সোনোগ্রাফির স্ক্রিনও দেখা যাচ্ছে, আর সেই স্ক্রিনে প্রেমের চিহ্ন আঁকা। ছবিটির সঙ্গে লিখেছেন, 'আমাদের সন্তান। তাড়াতাড়িই আসছে।' (Image: Instagram)
*এ দিন আলিয়া যে দুটি ছবি শেয়ার করেছেন, তার প্রথমটিতে দেখা গিয়েছে সোনোগ্রাফির জন্য হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। পাশে বসে রয়েছেন স্বামী রণবীর। সোনোগ্রাফির স্ক্রিনও দেখা যাচ্ছে, আর সেই স্ক্রিনে প্রেমের চিহ্ন আঁকা। ছবিটির সঙ্গে লিখেছেন, 'আমাদের সন্তান। তাড়াতাড়িই আসছে।' (Image: Instagram)
advertisement
5/10
*পরের ছবিতে দেখা যাচ্ছে, একটি সিংহ, একটি সিংহী আর তাদের শাবক। সিংহের পরিবারের ছবি দিয়ে সম্ভবত ৩ জনের সুখী পরিবারের ইঙ্গিত দিতে চেয়েছেন নায়িকা। (Image: Instagram)
*পরের ছবিতে দেখা যাচ্ছে, একটি সিংহ, একটি সিংহী আর তাদের শাবক। সিংহের পরিবারের ছবি দিয়ে সম্ভবত ৩ জনের সুখী পরিবারের ইঙ্গিত দিতে চেয়েছেন নায়িকা। (Image: Instagram)
advertisement
6/10
*এ দিন রালিয়ার প্রেগন্যান্সি ঘোষণার পরে নীতু কাপুর আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। খুশির জয়ারে ভেসেছেন আলিয়ার বাবা মহেশ ভাটও। অনেকেই বলছেন, "রণবীর-আলিয়ার সন্তান হয়ে কি ফিরে আসছেন ঋষি কাপুর।" ফলে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছে কাপুর পরিবার। (Image: Instagram)
*এ দিন রালিয়ার প্রেগন্যান্সি ঘোষণার পরে নীতু কাপুর আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। খুশির জয়ারে ভেসেছেন আলিয়ার বাবা মহেশ ভাটও। অনেকেই বলছেন, "রণবীর-আলিয়ার সন্তান হয়ে কি ফিরে আসছেন ঋষি কাপুর।" ফলে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছে কাপুর পরিবার। (Image: Instagram)
advertisement
7/10
*গত ১৪ এপ্রিল বান্দ্রার বাড়িতেই বিয়ে সেরেছিলেন দুই তারকা। তার পর এত তাড়াতাড়ি সন্তানের সিদ্ধান্ত কেন? তবে কি রণবীরের বয়স বেড়ে যাওয়াটাই অন্যতম কারণ। তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। (Image: Instagram)
*গত ১৪ এপ্রিল বান্দ্রার বাড়িতেই বিয়ে সেরেছিলেন দুই তারকা। তার পর এত তাড়াতাড়ি সন্তানের সিদ্ধান্ত কেন? তবে কি রণবীরের বয়স বেড়ে যাওয়াটাই অন্যতম কারণ। তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। (Image: Instagram)
advertisement
8/10
*আলিয়ার থেকে ১১ বছরের বড় রণবীর। তার জন্যেই কি আর দেরি না করে সন্তান আনার কথা ভেবেছেন তারকা দম্পতি? সব মিলিয়ে উত্তর যাই হোক না কেন, খুশির জয়ারে ভাসছে কাপুর এবং ভাট পরিবার। (Image: Instagram)
*আলিয়ার থেকে ১১ বছরের বড় রণবীর। তার জন্যেই কি আর দেরি না করে সন্তান আনার কথা ভেবেছেন তারকা দম্পতি? সব মিলিয়ে উত্তর যাই হোক না কেন, খুশির জয়ারে ভাসছে কাপুর এবং ভাট পরিবার। (Image: Instagram)
advertisement
9/10
*বিয়ের অনুষ্ঠানের নানা রীতি পালনে ব্যস্ত রণবীর-আলিয়া। (Image: Instagram)
*বিয়ের অনুষ্ঠানের নানা রীতি পালনে ব্যস্ত রণবীর-আলিয়া। (Image: Instagram)
advertisement
10/10
*প্রি-ওয়েডিং শ্যুটের সময়ে আদুরে মুহূর্তে 'মম টু বি' আলিয়া। (Image: Instagram)
*প্রি-ওয়েডিং শ্যুটের সময়ে আদুরে মুহূর্তে 'মম টু বি' আলিয়া। (Image: Instagram)
advertisement
advertisement
advertisement