IIT Fees: দেশের অন্যতম সেরা কলেজ IIT, পড়ার চান্স পান শুধুই মেধাবীরা, B.Tech পড়তে কত খরচ করতে হয় জানেন?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
IIT Fees per Semester: শিক্ষার্থীরা প্রায়শই আইআইটিতে পড়ার জন্য ফি জানতে খুব আগ্রহী হয়, এখানে আমরা কিছু শীর্ষ আইআইটির ফি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এসেছি, যার সাহায্যে আপনি বি টেক-এর জন্য আইআইটিতে নেওয়া ফি অনুমান করতে পারবেন।
advertisement
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)- তে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের সবচেয়ে বেশি জানতে চান, BTech সহ বিভিন্ন সিলেবাসের জন্য IIT-র ফি। IIT-তে পড়ার খরচ কত? দরিদ্র শিক্ষার্থীদের জন্য IIT ফি কত? IIT-তে BTech ফি কত? এই ধরণের প্রশ্ন প্রায়শই শিক্ষার্থী এবং অভিভাবকদের মনে জাগে, এই ধরণের প্রশ্নের উত্তর নিয়ে এসেছি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আপনাদের জানিয়ে রাখি যে গত বছর সাধারণ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ কোর্সের জন্য IIT ফি ছিল ৮-১০ লক্ষ টাকার মধ্যে। গত ছয় বছরে, IIT-তে BTech পড়ার পরিকল্পনাকারী সাধারণ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য IIT ফি তিনগুণ বৃদ্ধি পেয়ে বার্ষিক ৫০,০০০ টাকা থেকে ৩ লক্ষ টাকা হয়েছে। তবে, অন্যান্য কোর্সের ফিতে প্রায় কোনও পরিবর্তন হয়নি।