Higher secondary 2023: উচ্চ মাধ্যমিক পর কোন বিষয়ে নিয়ে পড়াশোনা করবেন? সঠিক কেরিয়ার বেছে নেওয়ার জন্য রইল কিছু টিপস্
- Published by:Ankita Tripathi
Last Updated:
উচ্চ মাধ্যমিক শেষ হলেই এই চিন্তা ভর করে আসে সব পড়ুয়ার মনে৷ কোন বিষয় বা কোর্স বেছে নিলে ভবিষ্যত আরও উজ্জ্বল হবে সেই সব কিছু নিয়ে এই প্রতিবেদনে রইল কিছু টিপস্
advertisement
advertisement
advertisement
advertisement
ভবিষ্যৎ যেন হয় উজ্জ্বল এখন আমরা যে ধরণের চাকরি দেখতে পাই, আজ থেকে ১০ বছর পরে এর মধ্যে অন্তত ৬৫ শতাংশ চাকরিই লোপ পাবে, সৌজন্যে ডিডিটালাইজেশন৷ পড়ুয়াদের একথা ভুলে গেলে চলবে না৷ তাই পছন্দের কোর্স কিংবা সাবজেক্ট বেছে নেওয়ার আগে ভাল করে দেখে নেওয়া জরুরি ভবিষ্যতে এই কোর্স বা সাবজেক্ট কতখানি ফলপ্রসু৷
advertisement
প্রয়োজনে কাউন্সিলরের সাহায্য নেওয়া যেতে পারে যে সকল অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা উপযুক্ত কেরিয়ার নির্বাচন করতে সমস্যায় ভুগছেন তাদের সর্বদা একজন যোগ্য কেরিয়ার কাউন্সেলরের সাহায্য নেওয়া উচিত। ছাত্রছাত্রীদের আগ্রহ, যোগ্যতা এবং দক্ষতা বুঝে তাদের সঠিক পথ বেছে নিতে সাহায্য করতে পারেন কাউন্সিলররা৷ রোজগার
advertisement
রোজগার স্কুলের গণ্ডি ছাড়িয়ে কলেজে যাওয়া হল স্বাবলম্বী হওয়ার পথে আরও এক ধাপ এগোনো৷ তাই বিষয় বা কোর্স বেছে নেওয়ার সময় ভুললে চলবে না ভবিষ্যতে রোজগারের রাস্তা কি হবে৷ তার মানেই অবশ্য এমন নয় যে সবাইকেই ডাক্তার, ইঞ্জিনিয়র কিংবা শিক্ষক হতে হবে৷ এই সব ছক ভেঙে বেছে নেওয়া যেতে পারে অন্য যেকোনও পেশাকেই৷ শুধু মনে রাখা জরুরি পছন্দের পেশা থেকে ততটা রোজগার করা সম্বব কিনা,যতটা আপনি করতে চান৷
advertisement
এবার পালা কলেজের পছন্দের কলেজগুলির একটি লিস্ট বানিয়ে ফেলুন৷ সরকারি থেকে বেসরকারি, লিস্টে জায়গা করে নিক সব ধরণের কলেজ৷ এবার এই কলেজগুলি সম্পর্কে বিশদে তথ্য সংগ্রহ করা বিশেষ জরুরি৷ কলেজ গুলির ফি থেকে শুরু করে প্লেসমেন্ট, কলেজের স্থান, সেখানে পড়াশোনার খরচ-সহ সমস্ত বিশদ বিবরণ জেনে তবেই এগোনো উচিত৷