ভবিষ্যৎ যেন হয় উজ্জ্বল
এখন আমরা যে ধরণের চাকরি দেখতে পাই, আজ থেকে ১০ বছর পরে এর মধ্যে অন্তত ৬৫ শতাংশ চাকরিই লোপ পাবে, সৌজন্যে ডিডিটালাইজেশন৷ পড়ুয়াদের একথা ভুলে গেলে চলবে না৷ তাই পছন্দের কোর্স কিংবা সাবজেক্ট বেছে নেওয়ার আগে ভাল করে দেখে নেওয়া জরুরি ভবিষ্যতে এই কোর্স বা সাবজেক্ট কতখানি ফলপ্রসু৷
রোজগার
স্কুলের গণ্ডি ছাড়িয়ে কলেজে যাওয়া হল স্বাবলম্বী হওয়ার পথে আরও এক ধাপ এগোনো৷ তাই বিষয় বা কোর্স বেছে নেওয়ার সময় ভুললে চলবে না ভবিষ্যতে রোজগারের রাস্তা কি হবে৷ তার মানেই অবশ্য এমন নয় যে সবাইকেই ডাক্তার, ইঞ্জিনিয়র কিংবা শিক্ষক হতে হবে৷ এই সব ছক ভেঙে বেছে নেওয়া যেতে পারে অন্য যেকোনও পেশাকেই৷ শুধু মনে রাখা জরুরি পছন্দের পেশা থেকে ততটা রোজগার করা সম্বব কিনা,যতটা আপনি করতে চান৷
এবার পালা কলেজের
পছন্দের কলেজগুলির একটি লিস্ট বানিয়ে ফেলুন৷ সরকারি থেকে বেসরকারি, লিস্টে জায়গা করে নিক সব ধরণের কলেজ৷ এবার এই কলেজগুলি সম্পর্কে বিশদে তথ্য সংগ্রহ করা বিশেষ জরুরি৷ কলেজ গুলির ফি থেকে শুরু করে প্লেসমেন্ট, কলেজের স্থান, সেখানে পড়াশোনার খরচ-সহ সমস্ত বিশদ বিবরণ জেনে তবেই এগোনো উচিত৷