নিজের ছেলের সঙ্গে ১৫ বছরের মেয়েকে শারীরিক মিলনে বাধ্য করতেন মা, নগ্ন ভিডিও দেখিয়ে করতেন ব্ল্যাকমেল

Last Updated:
1/6
নক্কারজনক ! এক মহিলা নিজের ছেলের সঙ্গে একটি মেয়েকে প্রায় বছর দেড়েক ধরে নিয়মিত শারীরিক মিলন বাধ্য করতেন ৷ মেয়েটির যেন মুক্তির উপায় না থাকে তার জন্য তিনি একেবারে আঁটঘাট নেমে কাজে নেমেছিলেন ৷ Photo- Representive
নক্কারজনক ! এক মহিলা নিজের ছেলের সঙ্গে একটি মেয়েকে প্রায় বছর দেড়েক ধরে নিয়মিত শারীরিক মিলন বাধ্য করতেন ৷ মেয়েটির যেন মুক্তির উপায় না থাকে তার জন্য তিনি একেবারে আঁটঘাট নেমে কাজে নেমেছিলেন ৷ Photo- Representive
2/6
যে ছেলেটির মা এই লজ্জাজনক ঘটনায় মূল অভিযুক্ত তাঁর স্বামী পেশায় কাপড় ব্যবসায়ী ৷ বিভিন্ন রকম পোসাক নিজের বাড়ি থেকেই বিক্রি করতেন তিনি ৷ এরকমই একবার একলট নতুন পোশাক তুলে আনার পর এলাকার সমস্ত মহিলাদের তাঁদের বাড়িতে ডাকা হয় ৷ Photo- Representive
যে ছেলেটির মা এই লজ্জাজনক ঘটনায় মূল অভিযুক্ত তাঁর স্বামী পেশায় কাপড় ব্যবসায়ী ৷ বিভিন্ন রকম পোসাক নিজের বাড়ি থেকেই বিক্রি করতেন তিনি ৷ এরকমই একবার একলট নতুন পোশাক তুলে আনার পর এলাকার সমস্ত মহিলাদের তাঁদের বাড়িতে ডাকা হয় ৷ Photo- Representive
3/6
নিগৃহীতা মেয়েটিও গিয়েছিল সেখানে পোশাক পছন্দ করতে , দুটি-তিনিট পোশাক বেছে সে ওই বাড়িরই একটি ঘরে ট্রায়াল দিতে যায় ৷ সেখানেই অভিযুক্ত ভদ্রমহিলাকে তাঁর নগ্ন ভিডিও শ্যুট করেন ৷ Photo- Representive
নিগৃহীতা মেয়েটিও গিয়েছিল সেখানে পোশাক পছন্দ করতে , দুটি-তিনিট পোশাক বেছে সে ওই বাড়িরই একটি ঘরে ট্রায়াল দিতে যায় ৷ সেখানেই অভিযুক্ত ভদ্রমহিলাকে তাঁর নগ্ন ভিডিও শ্যুট করেন ৷ Photo- Representive
4/6
এরপর এই ভিডিও মেয়েটিকে দেখিয়ে শুরু হয় মারাত্মতক অত্যাচর ৷ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখান ৷ সেখান থেকেই শুরু নোংরা খেলা ৷ Photo- Representive
এরপর এই ভিডিও মেয়েটিকে দেখিয়ে শুরু হয় মারাত্মতক অত্যাচর ৷ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখান ৷ সেখান থেকেই শুরু নোংরা খেলা ৷ Photo- Representive
5/6
এরপর দিনের পর দিন নিজের ছেলের সঙ্গে ১৫ বছরের ওই মেয়েটিকে শারীরিক সম্পর্ক স্থানপে বাধ্য করতেন ওই মহিলা ৷ Photo- Representive
এরপর দিনের পর দিন নিজের ছেলের সঙ্গে ১৫ বছরের ওই মেয়েটিকে শারীরিক সম্পর্ক স্থানপে বাধ্য করতেন ওই মহিলা ৷ Photo- Representive
6/6
দিনের পর দিন এই অত্যাচরা সহ্য করতে না পেরে মেয়েটি নিজের পরিবারকে গোটা ঘটনাটি বলে৷ পুলিশে অভিযোগ জানানোর পর আহমেদাবাদে পুলিশ স্টেশনে যায় মেয়েটির পরিবার ৷ পুলিশ ছেলেটির মা ও বাবা শুদ্ধ সকলকে গ্রেফতার করছে ৷ Photo- Representive
দিনের পর দিন এই অত্যাচরা সহ্য করতে না পেরে মেয়েটি নিজের পরিবারকে গোটা ঘটনাটি বলে৷ পুলিশে অভিযোগ জানানোর পর আহমেদাবাদে পুলিশ স্টেশনে যায় মেয়েটির পরিবার ৷ পুলিশ ছেলেটির মা ও বাবা শুদ্ধ সকলকে গ্রেফতার করছে ৷ Photo- Representive