হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » দোল খেলতে গিয়ে টাকায় রঙ লেগে গিয়েছে? RBI এর নিয়ম অনুযায়ী কী করতে হবে

দোল খেলতে গিয়ে টাকায় রঙ লেগে গিয়েছে? দেখে নিন RBI এর নিয়ম অনুযায়ী কী করতে হবে

  • Bangla Editor

  • 14

    দোল খেলতে গিয়ে টাকায় রঙ লেগে গিয়েছে? দেখে নিন RBI এর নিয়ম অনুযায়ী কী করতে হবে

    দোল খেলতে গিয়ে আমরা অনেক সময়ই পকেটে রাখা টাকার কথা ভুলে যায় ৷ কিন্তু রঙ খেলতে গিয়ে অনেক সময়ই পকেটে থাকা নোটে রঙ লেগে যায় ৷ বাজারে কেউ রঙ লাগা নোট নিতে চায় না ৷ ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে৷ নোটটি নিয়ে কী করবেন ভেবে পান না ৷ কিন্তু এখন আর চিন্তার কোনও কারণ নেই ৷ আপনার কাছেও কী রঙ লাগা টাকা রয়েছে ? চিন্তা না করে ব্যাঙ্কে চলে যান সরাসরি ৷ কোনও ব্যাঙ্ক এই নোট বদলাতে অস্বীকার করতে পারে না ৷

    MORE
    GALLERIES

  • 24

    দোল খেলতে গিয়ে টাকায় রঙ লেগে গিয়েছে? দেখে নিন RBI এর নিয়ম অনুযায়ী কী করতে হবে


    তবে জাল নোট হলে অবশ্য ব্যাঙ্ক সেটি বদলাবে না ৷ আপনার কাছে থাকা নোট আসল ও রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা হতে পারে ৷ ২০১৭ সালে রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি সার্কুলার জারি করা হয় ৷ এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোন নোট ব্যাঙ্ক বদলাতে পারবে ৷ কোনও নোটে রাজনৈতিক স্লোগান লেখা থাকলে ব্যাঙ্ক সেই নোট নেবে না ৷

    MORE
    GALLERIES

  • 34

    দোল খেলতে গিয়ে টাকায় রঙ লেগে গিয়েছে? দেখে নিন RBI এর নিয়ম অনুযায়ী কী করতে হবে

    রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে কোনও ব্যাঙ্ক রঙ লাগা নোট বদলাতে অস্বীকার করতে পারবেন ৷ তবে এর পাশাপাশি সাধারণ মানুষের কাছে আরবিআই এর তরফে আর্জি জানানো হয়েছে যে তারা যাতে নোট নোংরা না করে ৷

    MORE
    GALLERIES

  • 44

    দোল খেলতে গিয়ে টাকায় রঙ লেগে গিয়েছে? দেখে নিন RBI এর নিয়ম অনুযায়ী কী করতে হবে


    পাশাপাশি এটাও বলা হয়েছে যে নোট ইচ্ছে করে ছেঁড়া হয়েছে সেটি যেন না নেওয়া হয় ৷ ইচ্ছে করে ছেঁড়া হয়েছে এটা বোঝা শক্ত কিন্তু একটু ভাল করে দেখলে অনেক সময়ই বোঝা যায় নোটটি জেনে বুঝে ছেঁড়া হয়েছে কিনা ৷ব্যাঙ্ক নোট তখনই বদলে দেবে যখন নোটের উপর সমস্ত ফিচার্স থাকবে ৷

    MORE
    GALLERIES