দোল খেলতে গিয়ে আমরা অনেক সময়ই পকেটে রাখা টাকার কথা ভুলে যায় ৷ কিন্তু রঙ খেলতে গিয়ে অনেক সময়ই পকেটে থাকা নোটে রঙ লেগে যায় ৷ বাজারে কেউ রঙ লাগা নোট নিতে চায় না ৷ ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে৷ নোটটি নিয়ে কী করবেন ভেবে পান না ৷ কিন্তু এখন আর চিন্তার কোনও কারণ নেই ৷ আপনার কাছেও কী রঙ লাগা টাকা রয়েছে ? চিন্তা না করে ব্যাঙ্কে চলে যান সরাসরি ৷ কোনও ব্যাঙ্ক এই নোট বদলাতে অস্বীকার করতে পারে না ৷
তবে জাল নোট হলে অবশ্য ব্যাঙ্ক সেটি বদলাবে না ৷ আপনার কাছে থাকা নোট আসল ও রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা হতে পারে ৷ ২০১৭ সালে রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি সার্কুলার জারি করা হয় ৷ এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোন নোট ব্যাঙ্ক বদলাতে পারবে ৷ কোনও নোটে রাজনৈতিক স্লোগান লেখা থাকলে ব্যাঙ্ক সেই নোট নেবে না ৷