ITR Refund 2023: এখনও আয়কর রিফান্ড পাননি? এই ভুলগুলো করেছেন কি না দেখে নিন

Last Updated:
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩১ জুলাই। আইটিআর যাচাই-বাছাই করে ত্রিশ দিনের মধ্যে রিফান্ড পেয়ে যাওয়ার কথা। কিন্তু এখনও আয়কর রিফান্ড না এলে?
1/7
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩১ জুলাই। আইটিআর যাচাই-বাছাই করে ত্রিশ দিনের মধ্যে রিফান্ড পেয়ে যাওয়ার কথা। কিন্তু এখনও আয়কর রিফান্ড না এলে? এর বিভিন্ন কারণ রয়েছে। আয়কর বিভাগ সাধারণ আইটিআর পরীক্ষা করে দেখতে কয়েকদিন সময় নেয়। এই পরিস্থিতিতে আইটিডি ওয়েবসাইটে করদাতা রিফান্ড স্টেটাস দেখতে পারেন।
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩১ জুলাই। আইটিআর যাচাই-বাছাই করে ত্রিশ দিনের মধ্যে রিফান্ড পেয়ে যাওয়ার কথা। কিন্তু এখনও আয়কর রিফান্ড না এলে? এর বিভিন্ন কারণ রয়েছে। আয়কর বিভাগ সাধারণ আইটিআর পরীক্ষা করে দেখতে কয়েকদিন সময় নেয়। এই পরিস্থিতিতে আইটিডি ওয়েবসাইটে করদাতা রিফান্ড স্টেটাস দেখতে পারেন।
advertisement
2/7
আইটিআর রিফান্ডের যোগ্যতা: রিফান্ড পাওয়ার যোগ্য হলে তবেই রিফান্ড জারি করে আয়কর দফতর। আইটিআর পরীক্ষা করার পর রিফান্ড যোগ্যতা দেখা হয়। এই সম্পর্কে নিশ্চিত হলে আয়কর দফতর চার সপ্তাহের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড পাঠিয়ে দেয়।
আইটিআর রিফান্ডের যোগ্যতা: রিফান্ড পাওয়ার যোগ্য হলে তবেই রিফান্ড জারি করে আয়কর দফতর। আইটিআর পরীক্ষা করার পর রিফান্ড যোগ্যতা দেখা হয়। এই সম্পর্কে নিশ্চিত হলে আয়কর দফতর চার সপ্তাহের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড পাঠিয়ে দেয়।
advertisement
3/7
ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত: আইটিআর রিফান্ডের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা আবশ্যক। না হলে টাকা ফেরত পাওয়া যাবে না। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং প্যান কার্ডের নাম এক হতে হবে। আলাদা হলে রিফান্ড আসবে না। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা আইটিআর-এ উল্লেখ করা হয়েছে, সেখানেই রিফান্ড জমা হবে। এতে কোনও ভুল থাকলেও রিফান্ড মিলবে না।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত: আইটিআর রিফান্ডের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা আবশ্যক। না হলে টাকা ফেরত পাওয়া যাবে না। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং প্যান কার্ডের নাম এক হতে হবে। আলাদা হলে রিফান্ড আসবে না। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা আইটিআর-এ উল্লেখ করা হয়েছে, সেখানেই রিফান্ড জমা হবে। এতে কোনও ভুল থাকলেও রিফান্ড মিলবে না।
advertisement
4/7
আইটিআর-এর ই-ভেরিফিকেশন: আইটিআর ফাইল করার ৩০ দিনের মধ্যে করদাতাকে ই-ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রিফান্ডের জন্য এটা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে আইটিআর ই-ভেরিফাই করলে রিফান্ড তাড়াতাড়ি মেলে।
আইটিআর-এর ই-ভেরিফিকেশন: আইটিআর ফাইল করার ৩০ দিনের মধ্যে করদাতাকে ই-ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রিফান্ডের জন্য এটা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে আইটিআর ই-ভেরিফাই করলে রিফান্ড তাড়াতাড়ি মেলে।
advertisement
5/7
আগের বকেয়া: গত অর্থবর্ষে কোনও বকেয়া থাকলে আয়কর রিফান্ড নাও আসতে পারে। এক্ষেত্রে আগে বকেয়া মেটাতে হবে। আয়কর দফতর ইনটিমেশন নোটিশের মাধ্যমে করদাতাকে এই বিষয়ে জানায়।
আগের বকেয়া: গত অর্থবর্ষে কোনও বকেয়া থাকলে আয়কর রিফান্ড নাও আসতে পারে। এক্ষেত্রে আগে বকেয়া মেটাতে হবে। আয়কর দফতর ইনটিমেশন নোটিশের মাধ্যমে করদাতাকে এই বিষয়ে জানায়।
advertisement
6/7
যাচাই-বাছাই: আয়কর বিভাগ প্রতিটা রিটার্নকে যাচাই বাছাই করে। আইটিআরে দেওয়া তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়। তারপর রিটার্ন জারি করে। যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে রিফান্ড আসতে দেরি হয়।
যাচাই-বাছাই: আয়কর বিভাগ প্রতিটা রিটার্নকে যাচাই বাছাই করে। আইটিআরে দেওয়া তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়। তারপর রিটার্ন জারি করে। যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে রিফান্ড আসতে দেরি হয়।
advertisement
7/7
ফর্ম ২৬ এএস না মিললে: আইটিআরের ক্ষেত্রে ফর্ম ২৬এএস অন্যতম গুরুত্বপূর্ণ নথি। এটা হল প্যান কার্ডের বিপরীতে সমস্ত করের একত্রিত বিবৃতি। রিটার্নে টিডিএস (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) বিবরণ এবং ফর্ম ২৬এএস-এর টিডিএস বিবরণের মধ্যে যদি কোনও পার্থক্য থাকে, তাহলেও রিফান্ড আসতে দেরি হওয়ার সম্ভাবনা।
ফর্ম ২৬ এএস না মিললে: আইটিআরের ক্ষেত্রে ফর্ম ২৬এএস অন্যতম গুরুত্বপূর্ণ নথি। এটা হল প্যান কার্ডের বিপরীতে সমস্ত করের একত্রিত বিবৃতি। রিটার্নে টিডিএস (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) বিবরণ এবং ফর্ম ২৬এএস-এর টিডিএস বিবরণের মধ্যে যদি কোনও পার্থক্য থাকে, তাহলেও রিফান্ড আসতে দেরি হওয়ার সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement