New Business Idea: সামান্য বিনিয়োগে হাজার হাজার লাভ! এই চাষে মালামাল কৃষক, জানুন 'ম্যাজিক' পদ্ধতি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
New Business Idea: বস্তা প্রতি চাষে খরচ পড়ে প্রায় ৯০ টাকা। তিন মাস পরিচর্যায় খরচ হয় আরও ৩০-৪০ টাকা। ফেব্রুয়ারি থেকে অগাস্ট মাস পর্যন্ত চলে এই চাষ। তিন মাসের মাথায় প্রথম ফলন পাওয়া যায়, প্রচুর লাভ হয়।
*মিল্ক মাশরুম চাষ করে লাভবান হতে পারেন আপনিও। আয়ের উপায় বলছেন পূর্ব বর্ধমানের এই মাশরুম চাষি। বর্তমানে রোজকার খাবারে মাছ, মাংসের পাশাপাশি জনপ্রিয় হচ্ছে মাশরুম। বাজারে কদর বাড়ছে এই জিনিসটির। আর মাশরুমের মধ্যে যে মাশরুমের চাহিদা বেশি থাকে, তা হল মিল্কি মাশরুম। প্রতিবেদনঃ বনোয়ারীলাল চৌধুরী। প্রতীকী ছবি।
advertisement
*অন্যান্য মাশরুমের তুলনায় এই মাশরুমের দামও থাকে বেশ কিছুটা বেশি। আর সেই মিল্কি মাশরুম চাষ করে আয়ের পথ দেখাচ্ছেন পূর্ব বর্ধমান এক জেলার মাশরুম চাষি। এই ব্যক্তির নাম অঞ্জন পাত্র। অঞ্জন পাত্র পূর্ব বর্ধমানের এলাকার বাসিন্দা। স্বল্প খরচে মাশরুম চাষ করার কথা বলছেন তিনি। কিন্তু কিভাবে করবেন এই চাষ? প্রতীকী ছবি।
advertisement
*মাশরুম চাষি অঞ্জন পাত্র জানান, "প্রথমে খড় কুচি কুচি করে কেটে নিয়ে সেগুলো গরম জলে সিদ্ধ করে শোধন করে নিতে হবে। তারপর একটা পলিথিনের মধ্যে সেই খড় পেতে দিতে হবে। খড়ের উপর দিতে হবে মাশরুমে বীজ। সেই বীজের উপরে আবার খড় এবং তার উপর আবার বীজ দিতে হবে। এরকম তিন থেকে চারটে লেয়ার করে পলিথিনের মুখ বন্ধ করে, বাইরে থেকে পলিথিনের মধ্যে বেশ কিছু ছিদ্র করে দিতে হবে। কয়েকদিনের মধ্যে অঙ্কুর বেরোলে পলিথিনের মুখ খুলে দিয়ে তার মধ্যে দিতে হবে বেলে মাটি এবং বালির মিশ্রণ। এরপর থেকে প্রত্যেকদিন সেখানে একবার করে জল দিতে হবে। তিনমাস পর থেকেই পাওয়া যাবে পরিপূর্ণ মাশরুম।" প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement