Money Making Tips: রঙিন মাছ থেকে দ্বিগুণের বেশি আয় করতে পারবেন! জেনে নিন কীভাবে
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Money Making Tips: ভাল করে সমস্ত কিছু শিখে যদি কেউ নিজে এই ব্যবসা করতে চায় তাহলে প্রচুর টাকা আয় করতে পারবে।
advertisement
advertisement
advertisement
advertisement
মিঠুন বলেন, সরকার যদি সামান্য সহযোগিতা করে তবে অনেক মানুষ এই পেশায় আসতে পারবেন এবং উত্তরবঙ্গে রঙিন মাছের জোগানের জন্য কলকাতা নির্ভরতা কাটানো যাবে বলে জানান মিঠুন। মিঠুন জানান,‘তাঁরা আপাতত রেড কাপ, গোল্ড ফিস, ওরেন্ডা, কবিতো কাপ, মিল্কি কাপ, ভেটকি, শঙ্খিনীর চাষ করছি। গোল্ড ফিসের চাহিদা সবথেকে বেশি। দামও ভাল পাওয়া যাচ্ছে।'
advertisement
তবে নগদ টাকার অভাবে আরও আকর্ষনীয় মাছ চাষ করতে পারছেন না। এর জন্য দরকার সরকারি সহযোগিতা। সেটা হলে গোটা এলাকা রঙিন মাছের অন্যতম গন্তব্য হয়ে উঠতে পারে।’ তার কথায় , কেউ যদি এই রঙিন মাছ চাষ পদ্ধতি শিখতে চাই তাহলে তিনি তাদের শেখানোর জন্য সব সময় প্রস্তুত। এবং মৎস্য দফতরের সঙ্গে কথা বলেও এই মাছ চাষ সম্পর্কে খানিকটা ধারণা সকলেই পেতে পারেন।









