একান্নবর্তী পরিবার। বাবা-মা-কাকু-কাকিমা-ভাই-বোন-দাদু-ঠাকুমাদের নিয়ে বড় সংসার। এটাই এদেশের সংস্কৃতি। তবে ইদানীং একান্নবর্তী পরিবার ভাঙছে। স্বামী-স্ত্রী আর সন্তান নিয়ে পরিবর্তিত হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিতে। এই পরিস্থিতিতে পৈতৃক সম্পত্তির অংশ নিয়ে বিবাদ দেখা দেয়। কে কতটা ভাগ পাবে তা নিয়েই ওঠে প্রশ্ন। এক কথায় এর উত্তর হল, দাদু বা ঠাকুরদার যত বড় সম্পত্তিই হোক না কেন, তাতে পিতার যতটুকু ভাগ সেটুকুই সন্তান পাবে।
২ ভাইয়ের মধ্যে ভাগ হয়ে গেলে বাবা সম্পত্তির ২৫ শতাংশ পাবেন। এখন ধরে নেওয়া যাক কারও ২ ভাই এবং পিতার ভাইয়ের (কাকা) এক ছেলে। তাই তিনি সম্পূর্ণ সম্পত্তির ২৫ শতাংশ পাবেন। একই সময়ে, মাত্র ১২.৫ শতাংশ আপনার ভাগে আসবে। এই কারণেই গ্রামে দেখা যায় কয়েক প্রজন্ম আগের একই পরিবারের কিছু লোকের কাছে অনেক জমি আবার কারও কাছে খুব কম।