Purulia News: ছোট্ট বয়সেই স্বনির্ভরতার স্বাদ! স্কুলের শতবর্ষে স্টল দিয়ে খাবার বিক্রি করল পড়ুয়ারা, রেল শহরের বিদ্যালয়ে অভিনব আয়োজন
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Purulia News: বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের এই উদ্যোগ শুধু উৎসবের আনন্দই বাড়ায়নি, বরং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী ও স্বনির্ভর প্রজন্ম গড়ে তোলার এক সুন্দর দৃষ্টান্তও স্থাপন করেছে।
পুরুলিয়া, শান্তনু দাসঃ নিজেদের স্কুলে নিজেদের হাতে তৈরি খাবারের সামগ্রী বিক্রি করে সকলের নজর কাড়ল ছাত্রছাত্রীরা। পুরুলিয়া জেলার রেল শহর আদ্রার সাউথ ইস্টার্ন রেলওয়ে মিক্সড হাইস্কুলের ১০০ বর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে এমনই এক ব্যতিক্রমী ও অভিনব উদ্যোগের সাক্ষী থাকলেন সকলে। স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি নানা রকম খাবারের পসরা সাজিয়ে স্টল পরিচালনা করল।
স্কুল চত্বরে সাজানো প্রতিটি স্টলেই ছিল ঘরোয়া স্বাদের ছোঁয়া। সহজ, স্বাস্থ্যকর ও মন ভরানো খাবারে ভরে উঠেছিল পসরা। কোথাও ফুচকা, কোথাও তেলেভাজা, ঘুগনি, চাট, কোথাও আবার চিকেন পকোড়ার মতো জনপ্রিয় খাবার ছিল। ছাত্রছাত্রীদের তৈরি এই খাবার খেতে ভিড় জমায় তাঁদেরই স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী ও অতিথিরা।
আরও পড়ুনঃ শ্রীরামপুরবাসীর জন্য স্বস্তির খবর! অবশেষে শুরু হল ৩৫০ বছরের পুরনো খাল সংস্কারের কাজ, দূর হতে চলেছে দীর্ঘদিনের ভোগান্তি
উৎসবের আনন্দের পাশাপাশি এই উদ্যোগে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, আত্মনির্ভরতার ভাবনা ও দলগতভাবে কাজ করার দক্ষতা ফুটে ওঠে। স্কুলের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে এই খাবারের স্টলগুলি উপস্থিত সকলের কাছেই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয়ের ছাত্রী লাভলি কুন্ডু, ছাত্র সুমিত চক্রবর্তী ও আকাশ মিশ্র জানায়, “নিজেদের হাতে তৈরি খাবার নিজেদের স্কুলে বিক্রি করতে পেরে খুব ভাল লাগছে। তার উপর এমন একটি বিশেষ দিনে এই সুযোগ পাওয়া আমাদের কাছে খুবই আনন্দের।” সব মিলিয়ে, বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের এই উদ্যোগ শুধু উৎসবের আনন্দই বাড়ায়নি, বরং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী ও স্বনির্ভর প্রজন্ম গড়ে তোলার এক সুন্দর দৃষ্টান্তও স্থাপন করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 20, 2025 12:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ছোট্ট বয়সেই স্বনির্ভরতার স্বাদ! স্কুলের শতবর্ষে স্টল দিয়ে খাবার বিক্রি করল পড়ুয়ারা, রেল শহরের বিদ্যালয়ে অভিনব আয়োজন








