Hooghly News: শ্রীরামপুরবাসীর জন্য স্বস্তির খবর! অবশেষে শুরু হল ৩৫০ বছরের পুরনো খাল সংস্কারের কাজ, দূর হতে চলেছে দীর্ঘদিনের ভোগান্তি

Last Updated:

Hooghly News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই খাল সংস্কারের জন্য শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দেন। এরপর প্রায় ১২ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ করা হয়।

ডেনিস খাল
ডেনিস খাল
হুগলি, তন্ময় মন্ডলঃ শীতের মরশুমে শ্রীরামপুরে চলছে বড় ধরণের কর্মযজ্ঞ। এবার ডেনিস খালের সংস্কার হচ্ছে। ১২ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দে নতুন করে এই খাল সংস্কার করা হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং ক্রমশ পাড় বেদখল হয়ে যাওয়ায় অস্তিত্বের সঙ্কটে ভুগছিল শ্রীরামপুর শহরের ডেনিস খাল।
প্রায় ৩৫০ বছরের পুরনো এই খাল শ্রীরামপুর চাতরা থেকে শুরু হয়ে শেওড়াফুলিতে গঙ্গায় গিয়ে মিশেছে। বেনিয়াপাড়া ও গোয়ালাপাড়া এলাকায় প্রায় ৭৫ মিটার এলাকা জুড়ে খালপাড়ে ভাঙন দেখা দেওয়ায় দু’পাশের বাসিন্দাদের ঘুম উড়েছিল। জমা জলের যন্ত্রণা ও ভোগান্তি নিয়ে দিন কাটত শহরবাসীর। সেই সমস্যা মেটাতে অবশেষে ডেনিস খাল সংস্কারের কাজ শুরু হল।
advertisement
আরও পড়ুনঃ মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের দারুণ উদ্যোগ! আয়ের দিশা পেলেন বহু নারী, সরকারি সাহায্যে বদলে গেল ভাগ্য
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডেনিস খাল সংস্কারের জন্য শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দেন। শ্রীরামপুর পুরসভার ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে থাকা ডেনিস খালের সংস্কারের জন্য প্রায় ১২ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি মাসের শুরুতেই ঐতিহাসিক ডেনিস খালের সংস্কারের কাজ শুরু করেছে কেএমডিএ। তারই অঙ্গ হিসেবে খালের দু’পাশের জঙ্গল পরিষ্কার করা হয়েছে। খালের মধ্যে থাকা পলি ও মাটি কেটে খালের গভীরতা বাড়ানো হয়েছে, যাতে খাল সচল থাকে। খাল সংস্কারের কাজ শুরু হতেই খালের গতিপথ আগের তুলনায় অনেকটা চওড়া হয়েছে। শাল-বল্লার খুঁটি বসিয়ে জোরকদমে খালের পাড় বাঁধানোর কাজ চলছে। খাল সংস্কারের কাজ ৪৫ দিনের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী শাহ বলেন, ‘ডেনিস খাল সংস্কারের কাজ শুরু হওয়ায় আমরা সবাই খুশি।’ শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষকুমার সিংহ জানিয়েছেন, ‘শ্রীরামপুরের এই ডেনিস খালের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। কিন্তু খালের দু’দিক ধসে যাওয়ার কারণে বাসিন্দারা ভয় পাচ্ছিলেন। শ্রীরামপুর পুরসভার মাধ্যমে আমরা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে খাল সংস্কারের জন্য আবেদন করি। তার পরেই সাংসদ পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে চিঠি দেন।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শ্রীরামপুরবাসীর জন্য স্বস্তির খবর! অবশেষে শুরু হল ৩৫০ বছরের পুরনো খাল সংস্কারের কাজ, দূর হতে চলেছে দীর্ঘদিনের ভোগান্তি