রাজধানীর ধাক্কায় হাতি মৃত্যুর জের! বাতিল একগুচ্ছ ট্রেন! ঘুরপথে চালানো হচ্ছে জনশতাব্দী-সহ একাধিক এক্সপ্রেস, দেখুন তালিকা

Last Updated:
অসমের নওগাঁও এলাকায় হাতির পালের সঙ্গে ডাউন রাজধানী এক্সপ্রেসের সংঘর্ষে এখনও পর্যন্ত ৮ হাতি প্রাণ হারিয়েছে। অন্যদিকে এই ঘটনায় ওই ট্রেনের ইঞ্জিন-সহ মোট ৫টি কোচ লাইনচ্যুত হয়েছে ফলে উত্তর-পূর্ব সীমান্তের রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।
1/8
 অসমের নওগাঁও এলাকায় হাতির পালের সঙ্গে ডাউন রাজধানী এক্সপ্রেসের সংঘর্ষে এখনও পর্যন্ত ৮ হাতি প্রাণ হারিয়েছে। অন্যদিকে এই ঘটনায় ওই ট্রেনের ইঞ্জিন-সহ মোট ৫টি কোচ লাইনচ্যুত হয়েছে ফলে উত্তর-পূর্ব সীমান্তের রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।
অসমের নওগাঁও এলাকায় হাতির পালের সঙ্গে ডাউন রাজধানী এক্সপ্রেসের সংঘর্ষে এখনও পর্যন্ত ৮ হাতি প্রাণ হারিয়েছে। অন্যদিকে এই ঘটনায় ওই ট্রেনের ইঞ্জিন-সহ মোট ৫টি কোচ লাইনচ্যুত হয়েছে ফলে উত্তর-পূর্ব সীমান্তের রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।
advertisement
2/8
 এই প্রসঙ্গে, উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ১০ কিমি দূরে হাতি ছিল। বন দফতর তাদের তেমনটাই জানিয়েছিল। যদিও তার আগেই দুর্ঘটনা ঘটে। মধ্যরাতে ঘন কুয়াশা ছিল। লাইনে হাতি চলে এসেছে, এটা বুঝতে পেরে এমারজেন্সি ব্রেক প্রয়োগ করেন চালক। তারপরেও এই দুর্ঘটনা। LHB কোচ থাকার কারণে যাত্রীদের আঘাত কম লাগে।
এই প্রসঙ্গে, উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ১০ কিমি দূরে হাতি ছিল। বন দফতর তাদের তেমনটাই জানিয়েছিল। যদিও তার আগেই দুর্ঘটনা ঘটে। মধ্যরাতে ঘন কুয়াশা ছিল। লাইনে হাতি চলে এসেছে, এটা বুঝতে পেরে এমারজেন্সি ব্রেক প্রয়োগ করেন চালক। তারপরেও এই দুর্ঘটনা। LHB কোচ থাকার কারণে যাত্রীদের আঘাত কম লাগে।
advertisement
3/8
 ট্রেন বাতিলের তালিকা<br />১৫৯২৭ রঙ্গিয়া – নিউ তিনসুকিয়া এক্সপ্রেস<br />ট্রেন নম্বর ১২০৬২৭ গুয়াহাটি-জোড়হাট টাউন জন শতাব্দী এক্সপ্রেস<br />&#x25aa; ট্রেন নম্বর ১৫৮৮৮ গুয়াহাটি - বদরপুর ভিস্টাডোম এক্সপ্রেস<br />&#x25aa; ট্রেন নম্বর ১৫৯২৮ নিউ তিনসুকিয়া – রঙ্গিয়া এক্সপ্রেস<br />&#x25aa; ট্রেন নম্বর ১৫৬৬৬ মারিয়ানি– গুয়াহাটি এক্সপ্রেস<br />&#x25aa; ট্রেন নম্বর ৫৫৬০২ লামডিং – গুয়াহাটি প্যাসেঞ্জার
ট্রেন বাতিলের তালিকা১৫৯২৭ রঙ্গিয়া – নিউ তিনসুকিয়া এক্সপ্রেসট্রেন নম্বর ১২০৬২৭ গুয়াহাটি-জোড়হাট টাউন জন শতাব্দী এক্সপ্রেস&#x25aa; ট্রেন নম্বর ১৫৮৮৮ গুয়াহাটি - বদরপুর ভিস্টাডোম এক্সপ্রেস&#x25aa; ট্রেন নম্বর ১৫৯২৮ নিউ তিনসুকিয়া – রঙ্গিয়া এক্সপ্রেস&#x25aa; ট্রেন নম্বর ১৫৬৬৬ মারিয়ানি– গুয়াহাটি এক্সপ্রেস&#x25aa; ট্রেন নম্বর ৫৫৬০২ লামডিং – গুয়াহাটি প্যাসেঞ্জার
advertisement
4/8
দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ
ট্রেন নম্বর ১২০৬৮ জোড়হাট টাউন - গুয়াহাটি জন শতাব্দী এক্সপ্রেসট্রেন নম্বর ১৫৮৮৭ বদরপুর-গুয়াহাটি ভিস্টাডোম এক্সপ্রেস&#x25aa; ট্রেন নম্বর ৫৫৬০১ গুয়াহাটি - লামডিং প্যাসেঞ্জার
advertisement
5/8
সেই অনুযায়ী প্রশিক্ষিত কুয়াশা-সিগন্যালিং কর্মীদের মোতায়েন করা হচ্ছে। লোকো পাইলটদের জন্য পরিচালন নির্দেশাবলী কী থাকছে? দেখা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ।
কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেই ট্রেনগুলি হল-ট্রেন নম্বর ১৫৭৬৯ আলিপুরদুয়ার -মারিয়ানি যাত্রাপথ সংক্ষিপ্ত করে ডিগারু পর্যন্ত করা হয়েছে।ট্রেন নম্বর ১৫৭৭০ মারিয়ানি - আলিপুরদুয়ার যাত্রাপথ সংক্ষিপ্ত করে ডিগারু পর্যন্ত করা হয়েছে।কিছু কিছু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে:সেই ট্রেনগুলি হল১৩১৭১ (শিয়ালদহ-সাব্রুম) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চাপারমুখে দিয়ে ঘুরপথে চালানো হচ্ছে&#x25aa; ১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস লামডিং থেকে ঘুরপথে চালানো হচ্ছে।&#x25aa; ট্রেন নম্বর ২২৫০৪ (ডিব্রুগড়–কন্যাকুমারী) বিবেক এক্সপ্রেস লামডিং স্টেশনে নিয়ন্ত্রিত করা হয়েছে।
advertisement
6/8
দৃশ্যমানতা ও ডেটোনেটর প্রোটোকল: স্টেশন মাস্টারদের ঘন ঘন দৃশ্যমানতা মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই দৃশ্যমানতা ১৮০ মিটারের নীচে নেমে আসবে, সেখানে আগত ট্রেনগুলিকে শ্রবণযোগ্য সতর্কতা দেওয়ার জন্য ডেটোনেটর স্থাপন করা হবে কর্তৃপক্ষের তরফে।
ট্রেন নম্বর ১৫৬১২ (শিলচর–রাঙিয়া) এক্সপ্রেস লামডিংয়ে নিয়ন্ত্রিত করা হয়েছে।ট্রেন নম্বর ২২৫০২ (নিউ তিনসুকিয়া–এসএমভিটি বেঙ্গালুরু) এক্সপ্রেস হোজাই স্টেশনে নিয়ন্ত্রিত করা হবে।ট্রেন নম্বর ১৫৬০৪ (লেডো–গুয়াহাটি) ইন্টারসিটি এক্সপ্রেস জুগিজান স্টেশনে নিয়ন্ত্রিত করা হয়েছে।
advertisement
7/8
বিশ্বভারতী এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, তারা মা এক্সপ্রেস, সহীদ এক্সপ্রেস ইন্টারসিটি এক্সপ্রেস-সহ প্রায় সব দ্রুতগামী ট্রেনেই দীর্ঘ ওয়েটিং লিস্ট। পর্যটকদের ভিড় সামাল দিতে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এখনও পর্যন্ত কোনও বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেনি পূর্ব রেল। হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশীষ সাহা বলেন,
ট্রেন নম্বর ১৫৯৬০ (ডিব্রুগড়–হাওড়া) কামরূপ এক্সপ্রেস পথিমধ্যে উপযুক্তভাবে নিয়ন্ত্রিত করা হবে।ট্রেন নম্বর ১৫৬১৬ (শিলচর–গুয়াহাটি) এক্সপ্রেস পথিমধ্যে উপযুক্তভাবে নিয়ন্ত্রিত করা হবে।ট্রেন নম্বর ১৫৯১০ (লালগড়–ডিব্রুগড়) আওধ আসাম এক্সপ্রেস গুয়াহাটি স্টেশনে নিয়ন্ত্রিত করা হয়েছে।
advertisement
8/8
আগামী ২১ ডিসেম্বর বাতিল থাকবে ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ১৬ ও ২০ ডিসেম্বর বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার।
ট্রেন নম্বর ১৫৮১৭ (নাহারলাগুন–শোখুভি) ডোনি পোলো এক্সপ্রেস পানিখাইতি স্টেশনে নিয়ন্ত্রিত করা হয়েছে।ট্রেন নম্বর ১২৫০৪ (আগরতলা–এসএমভিটি বেঙ্গালুরু) হমসফর এক্সপ্রেস পথিমধ্যে উপযুক্তভাবে নিয়ন্ত্রিত করা হবে।ট্রেন নম্বর ১৩১৭৪ (সাব্রুম–শিয়ালদহ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পথিমধ্যে উপযুক্তভাবে নিয়ন্ত্রিত করা হবে।ট্রেন নম্বর ২২৫০৩ (কন্যাকুমারী–ডিব্রুগড়) বিবেক এক্সপ্রেস পথিমধ্যে উপযুক্তভাবে নিয়ন্ত্রিত করা হবে।
advertisement
advertisement
advertisement