Narendra Modi Taherpur News| মঞ্চের প্রস্তুত হলেও যাওয়া হল না মোদির! তবে, অনুষ্ঠান হবে, বৈঠকে চটজলদি বড় সিদ্ধান্ত!
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
খারাপ আবহাওয়ায় তাহেরপুরে পৌঁছাতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দর থেকেই কর্মসূচি ভার্চুয়ালি সম্পন্নের সিদ্ধান্ত নিয়েছে এসপিজি ও রাজ্য সরকার।
প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে নতুন করে ভাবনাচিন্তা চলছে। সূত্রের খবর, সরাসরি উপস্থিতির বদলে ভার্চুয়াল মাধ্যমেই অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিমানবন্দর থেকেই সমস্ত কর্মসূচি ভার্চুয়ালি করা হবে—এমনই পরিকল্পনা চূড়ান্তের পথে।
জানা গিয়েছে, মঞ্চের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ। তবে নিরাপত্তা ও সময়সূচি সংক্রান্ত একাধিক বিষয় মাথায় রেখেই শেষ মুহূর্তে ভার্চুয়াল সভার দিকেই ঝুঁকছে সংশ্লিষ্ট মহল। উচ্চপর্যায়ের অনুমোদন মিললেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর।
advertisement
advertisement
খারাপ আবহাওয়ার জেরে তাহেরপুরে নামতে পারেনি প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। শনিবার নির্ধারিত সময়ে আকাশপথে তাহেরপুরে পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অবতরণ সম্ভব হয়নি। শুরুতে সড়কপথে জনসভায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ভাবনাচিন্তা চললেও পরে তা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক শুরু হয়।
advertisement
বর্তমানে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছে এসপিজি। পাশাপাশি সময়সূচিও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীকে দুপুর তিনটের মধ্যে গুয়াহাটিতে পৌঁছতে হবে। নিরাপত্তা ও দূরত্বের বিষয়টি বিবেচনায় রেখে সড়কপথে যাওয়ার সম্ভাবনাও কার্যত বাতিল হয়ে যায়।
এই সমস্ত কারণ মিলিয়েই শেষ পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসপিজি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সমস্ত নিরাপত্তা সংক্রান্ত দিক পর্যালোচনা করার পরেই এই সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 20, 2025 1:12 PM IST









