Hooghly News: হাইটেনশন তারের ছোঁয়া, দাউদাউ করে আগুন খড় বোঝাই লরিতে! জাতীয় সড়কে ভিডিও রেকর্ডের হিড়িক

Last Updated:
Hooghly News: হাইভোল্টেজ ইলেকট্রিক তারের সংস্পর্শে খড় বোঝাই লরি। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় লরিতে। ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে লরিটি।
1/5
জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ ঘটনা। দাউদাউ আগুন, ভস্মীভূত গোটা লরি। বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। গুড়াপের ঘোষলার কাছে হাইরোডের বাইপাসে ছিল লরিটি। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ ঘটনা। দাউদাউ আগুন, ভস্মীভূত গোটা লরি। বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। গুড়াপের ঘোষলার কাছে হাইরোডের বাইপাসে ছিল লরিটি। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
advertisement
2/5
রাস্তার ঠিক ওপরে রয়েছে হাইভোল্টেজ ইলেকট্রিক তার। সেখানেই ঠেকে যায় ওই খড় বোঝাই লরিতে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। লেলিহান শিখায় প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় খড় বোঝাই লরিটি।
রাস্তার ঠিক ওপরে রয়েছে হাইভোল্টেজ ইলেকট্রিক তার। সেখানেই ঠেকে যায় ওই খড় বোঝাই লরিতে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। লেলিহান শিখায় প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় খড় বোঝাই লরিটি।
advertisement
3/5
রাস্তার ওপর লরিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গুড়াপ থানার পুলিশ। ততক্ষণে আগুন ধরে যাওয়া লরিটির ভিডিও তুলতে শুরু করেছেন বাসিন্দারা। কয়েকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর যায় দমকল বাহিনীর কাছেও।
রাস্তার ওপর লরিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গুড়াপ থানার পুলিশ। ততক্ষণে আগুন ধরে যাওয়া লরিটির ভিডিও তুলতে শুরু করেছেন বাসিন্দারা। কয়েকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর যায় দমকল বাহিনীর কাছেও।
advertisement
4/5
পুলিশের তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া ফায়ার ব্রিগেডের একটি গাড়ি। দমকল, পুলিশ এবং স্থানীয় মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
পুলিশের তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া ফায়ার ব্রিগেডের একটি গাড়ি। দমকল, পুলিশ এবং স্থানীয় মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
advertisement
5/5
লরিতে আগুন লাগার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী ভাবে হাইটেনশন তারের সংস্পর্শে এল লরিটি, কোনও ট্রাফিক আইন ভাঙা হয়েছিল কিনা, সেইসব খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
লরিতে আগুন লাগার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী ভাবে হাইটেনশন তারের সংস্পর্শে এল লরিটি, কোনও ট্রাফিক আইন ভাঙা হয়েছিল কিনা, সেইসব খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
advertisement
advertisement
advertisement