IRCTC চালু করল বিশেষ পরিষেবা! আরও সহজে এবং সস্তায় বুকিং করুন টিকিট

Last Updated:
1/5
ভারতীয় রেল যাত্রীদের জন্য পরিষেবা উন্নত করার জন্য লাগাতার একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে ৷ রেল সম্প্রতি গরমের ছুটির এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ গরমের ছুটিতে ১৪টি সামার স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করে দিয়েছে ৷ এছাড়া IRCTC নতুন সিস্টেম চালু করেছে ৷ এর মাধ্যমে টিকিট বুকিং আরও সস্তা হয়ে গিয়েছে ৷ পাশাপাশি আরও তাড়াতাড়ি টিকিট বুক করতে পারবেন যাত্রীরা ৷ গ্রীষ্মের ছুটির জন্য পূর্ব উত্তরপ্রদেশের জন্য একাধিক স্পেশ্যাল ট্রেন চালু করতে চলেছে ৷
ভারতীয় রেল যাত্রীদের জন্য পরিষেবা উন্নত করার জন্য লাগাতার একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে ৷ রেল সম্প্রতি গরমের ছুটির এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ গরমের ছুটিতে ১৪টি সামার স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করে দিয়েছে ৷ এছাড়া IRCTC নতুন সিস্টেম চালু করেছে ৷ এর মাধ্যমে টিকিট বুকিং আরও সস্তা হয়ে গিয়েছে ৷ পাশাপাশি আরও তাড়াতাড়ি টিকিট বুক করতে পারবেন যাত্রীরা ৷ গ্রীষ্মের ছুটির জন্য পূর্ব উত্তরপ্রদেশের জন্য একাধিক স্পেশ্যাল ট্রেন চালু করতে চলেছে ৷
advertisement
2/5
সম্প্রতি IRCTC নিজেদের পেমেন্ট এগ্রিগেটর সিস্টেম  IRCTC iPay চালু করেছে ৷ এর মাধ্যমে যাত্রীরা পেমেন্ট করার জন্য থার্ড পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করতে চায় না ৷ IRCTC iPay তে UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে পেমেন্টের সুবিধা রয়েছে ৷
সম্প্রতি IRCTC নিজেদের পেমেন্ট এগ্রিগেটর সিস্টেম IRCTC iPay চালু করেছে ৷ এর মাধ্যমে যাত্রীরা পেমেন্ট করার জন্য থার্ড পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করতে চায় না ৷ IRCTC iPay তে UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে পেমেন্টের সুবিধা রয়েছে ৷
advertisement
3/5
এর পাশাপাশি এই প্ল্যাটফর্মে প্রিপেড কার্ড ওয়ালেটের মতো সুবিধাও রয়েছে ৷ অথার্ৎ IRCTC-র কাছে পেমেন্ট সিস্টেমের পুরো কন্ট্রোল থাকবে ৷
এর পাশাপাশি এই প্ল্যাটফর্মে প্রিপেড কার্ড ওয়ালেটের মতো সুবিধাও রয়েছে ৷ অথার্ৎ IRCTC-র কাছে পেমেন্ট সিস্টেমের পুরো কন্ট্রোল থাকবে ৷
advertisement
4/5
 IRCTC অনুযায়ী, এই প্ল্যাটফর্ম ব্যাঙ্ক ও IRCTC-র মাধ্যমে সরাসরি লিঙ্ক থাকায় পেমেন্ট ফেল হওয়ার সম্ভাবনা অনেকটা কম হয়ে যাবে ৷ পেমেন্ট ফেল হলে IRCTC সরাসরি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করবে ৷
IRCTC অনুযায়ী, এই প্ল্যাটফর্ম ব্যাঙ্ক ও IRCTC-র মাধ্যমে সরাসরি লিঙ্ক থাকায় পেমেন্ট ফেল হওয়ার সম্ভাবনা অনেকটা কম হয়ে যাবে ৷ পেমেন্ট ফেল হলে IRCTC সরাসরি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করবে ৷
advertisement
5/5
IRCTC ট্যুইট করে জানিয়েছে যাত্রীরা এবার ডেবিট কার্ডের মাধ্যমে ই-টিকিট আরও সহজে বুক করতে পারবেন ৷ ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে কোনও পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে ৷
IRCTC ট্যুইট করে জানিয়েছে যাত্রীরা এবার ডেবিট কার্ডের মাধ্যমে ই-টিকিট আরও সহজে বুক করতে পারবেন ৷ ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে কোনও পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে ৷
advertisement
advertisement
advertisement