

দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক গ্রাহকদের উদ্দেশ্যে দুরন্ত ঘোষণা করেছে ৷ প্রতীকী ছবি ৷


সম্প্রতি আসিআসিআই ব্যাঙ্কের পক্ষ থেকে জানা গিয়েছে ৷ ব্যাঙ্কের থেকে নিশ্চিত সময়ের জন্য ঋণ নিলেও দিতে হবেনা কোনও সুদ ৷ প্রতীকী ছবি ৷


তবে এই ঋণ সুবিধার সুযোগ নিতে হলে গ্রাহকদের মানতে হবে কিছু শর্তও ৷ যাতে সুদহীন ঋণ পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷


ব্যাঙ্কের পক্ষ থেকে জানা গিয়েছে PayLater অ্যাকাউন্টের মাধ্যমে যেকোনও ব্যক্তিই সুদহীন ঋণ পেতে পারেন ৷ PayLater অ্যাকাউন্টটি একটি ডিজিট্যাল মাধ্যম ৷ প্রতীকী ছবি ৷


এই পদ্ধতি কিছুটা ক্রেডিট কার্ডের মত কাজ করে ৷ যে অ্যাকাউন্টে আগে খরচ করার স্বাধীনতা থাকে পরে সেই টাকা পরিশোধের সুযোগ গ্রাহকেরা পেয়ে থাকেন ৷


এই পরিষেবার অন্তর্গত এক মাসের জন্য কোনও টাকার অঙ্ক ঋণ দেওয়া হয়ে থাকে ৷ পরে সেই টাকা শোধ করতে হয় ৷ প্রতীকী ছবি ৷


PayLater-এর সুবিধা ইন্টারনেট ব্যাঙ্কিং, iMoblie বা অ্যাকাউন্ট ওয়ালেটে পাওয়া যায় ৷ এই টাকা না ক্রেডিট কার্ডের বিল দিতে ব্যবহৃত হতে পারে নাই বা ফান্ড ট্রান্সফারে ব্যবহার করতে পারেন গ্রাহকেরা ৷ প্রতীকী ছবি ৷


PayLater-এর মাধ্যমে ৫ হাজার থেকে ২৫ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে ৷ তবে কতটাকা একজন গ্রাহক পাবেন ত নির্ভর করবে গ্রাহকের ক্রেডিট স্কোরের উপরে ৷ প্রতীকী ছবি ৷


PayLater-এর মাধ্যেম ঋণ নিলে দিতে হয়না সুদ তবে নির্দিষ্ট সময় সীমা পার হলে ব্যাঙ্কের নিয়ম অনুসারে পেমেন্ট চার্জ দিতে হবে ৷ এই চার্জ ততদিন দিতে হবে যতদিন সম্পূর্ণ টাকা পরিশোধ না হয় ৷ প্রতীকী ছবি ৷