Pension Schemes: অবসরের পর মিলবে এক লক্ষ টাকা পেনশন; জেনে নিন কীভাবে পাবেন

Last Updated:
চাকরি জীবনের শুরু থেকেই অল্প অল্প সঞ্চয় করে যে কোনও ব্যক্তি বড় সংখ্যার তহবিল গড়ে তুলতে পারেন।
1/7
ভাল থাকতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন, তা বোধহয় টাকা। তাই লেখাপড়া শেষ করেই একজন মানুষের লক্ষ্য হয় ভাল রোজগারের পথ তৈরি করা। কিন্তু শুধু রোজগার করলেই তো হবে না। উপার্জিত অর্থ সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করে ভবিষ্যতের জন্য তহবিল তৈরি করতে হবে। যখন শরীরের শক্তি কমে আসবে তখন যাতে বিনা ক্লেশে জীবন অতিবাহিত করা যায়।
ভাল থাকতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন, তা বোধহয় টাকা। তাই লেখাপড়া শেষ করেই একজন মানুষের লক্ষ্য হয় ভাল রোজগারের পথ তৈরি করা। কিন্তু শুধু রোজগার করলেই তো হবে না। উপার্জিত অর্থ সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করে ভবিষ্যতের জন্য তহবিল তৈরি করতে হবে। যখন শরীরের শক্তি কমে আসবে তখন যাতে বিনা ক্লেশে জীবন অতিবাহিত করা যায়।
advertisement
2/7
বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে শুধু সঞ্চয়ই যথেষ্ট নয়। বরং ভবিষ্যতের জন্য ভাল তহবিল তৈরি করতে গেলে লাগবে বিনিয়োগ, তাও বিচক্ষণতার সঙ্গে। সাধারণত সরকারি কর্মীরা যে পরিমাণ বেতন পান, অবসরের পর পেনশন পান তার থেকে অনেকটাই কম।
বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে শুধু সঞ্চয়ই যথেষ্ট নয়। বরং ভবিষ্যতের জন্য ভাল তহবিল তৈরি করতে গেলে লাগবে বিনিয়োগ, তাও বিচক্ষণতার সঙ্গে। সাধারণত সরকারি কর্মীরা যে পরিমাণ বেতন পান, অবসরের পর পেনশন পান তার থেকে অনেকটাই কম।
advertisement
3/7
কিন্তু এই সময় দাঁড়িয়ে যদি কোনও ব্যক্তি চান মাসিক এক লক্ষ টাকা পেনশন পেতে তাহলে অবসরকালীন তহবিলে তাঁকে কত টাকা জমা করতে হবে! হিসেবটা জটিল হলেও অসম্ভব নয়। দেখে নেওয়া যাক এক নজরে—
কিন্তু এই সময় দাঁড়িয়ে যদি কোনও ব্যক্তি চান মাসিক এক লক্ষ টাকা পেনশন পেতে তাহলে অবসরকালীন তহবিলে তাঁকে কত টাকা জমা করতে হবে! হিসেবটা জটিল হলেও অসম্ভব নয়। দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
4/7
ভবিষ্যতের তহবিল তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হতে পারে ন্যাশনাল পেনশন স্কিম। চাকরি জীবনের শুরু থেকেই অল্প অল্প সঞ্চয় করে যেকোনও ব্যক্তি বড় সংখ্যার তহবিল গড়ে তুলতে পারেন। বর্তমান মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে মাসিক এক লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করা জরুরি।
ভবিষ্যতের তহবিল তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হতে পারে ন্যাশনাল পেনশন স্কিম। চাকরি জীবনের শুরু থেকেই অল্প অল্প সঞ্চয় করে যেকোনও ব্যক্তি বড় সংখ্যার তহবিল গড়ে তুলতে পারেন। বর্তমান মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে মাসিক এক লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করা জরুরি।
advertisement
5/7
SBI-এর পেনশন ফান্ডের NPS ক্যালকুলেটর অনুযায়ী যদি ৬০ বছর বয়সে কোনও ব্যক্তি মাসিক এক লক্ষ টাকার পেনশন চান তাহলে তাঁকে ২১ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করতে হবে। তাও ১০ হাজার টাকার।
SBI-এর পেনশন ফান্ডের NPS ক্যালকুলেটর অনুযায়ী যদি ৬০ বছর বয়সে কোনও ব্যক্তি মাসিক এক লক্ষ টাকার পেনশন চান তাহলে তাঁকে ২১ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করতে হবে। তাও ১০ হাজার টাকার।
advertisement
6/7
এই ভাবে ৬০ বছর পর্যন্ত NPS-এ বিনিয়োগ করে যেতে পারলে জমা অঙ্ক দাঁড়াবে ৪৬.৮০ লক্ষে। এর উপর পাওয়া যাবে ১০ শতাংশ রিটার্ন। অর্থাৎ, প্রায় ৩৯ বছর পর যখন মেয়াদপূর্তি হবে তখন বিনিয়োগ মূল্য দাঁড়াবে ৫.৬২ কোটি টাকায়। এর উপর ৪০ শতাংশ অ্যানুইটি ক্রয় করতেই হবে। অর্থাৎ প্রায় ২.২৫ কোটি টাকার অ্যানুইটি থাকবে।
এই ভাবে ৬০ বছর পর্যন্ত NPS-এ বিনিয়োগ করে যেতে পারলে জমা অঙ্ক দাঁড়াবে ৪৬.৮০ লক্ষে। এর উপর পাওয়া যাবে ১০ শতাংশ রিটার্ন। অর্থাৎ, প্রায় ৩৯ বছর পর যখন মেয়াদপূর্তি হবে তখন বিনিয়োগ মূল্য দাঁড়াবে ৫.৬২ কোটি টাকায়। এর উপর ৪০ শতাংশ অ্যানুইটি ক্রয় করতেই হবে। অর্থাৎ প্রায় ২.২৫ কোটি টাকার অ্যানুইটি থাকবে।
advertisement
7/7
এই হিসেব যদি বজায় রাখা যায় তাহলে একজন প্রবীণ নাগরিক এই পরিমাণ তহবিলে ৬ শতাংশ হারে প্রতি মাসে ১,১২,৪৫৮ টাকা পেতে পারেন, পেনশন হিসেবে।
এই হিসেব যদি বজায় রাখা যায় তাহলে একজন প্রবীণ নাগরিক এই পরিমাণ তহবিলে ৬ শতাংশ হারে প্রতি মাসে ১,১২,৪৫৮ টাকা পেতে পারেন, পেনশন হিসেবে।
advertisement
advertisement
advertisement