EPF Money Withdrawal Via UPI: এবার UPI দিয়েই তোলা যাবে EPF-এর টাকা, এটিএমে গেলেই হাতে পাবেন! বড় পরিকল্পবনা শ্রম মন্ত্রকের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
EPF Money Withdrawal Via UPI: এবার ইউপিআইয়ের মাধ্যমে তোলা যাবে পিএফের টাকা। এপ্রিলের মধ্যেই শুরু হতে পারে এই পরিষেবা। এর ফলে প্রভিডেন্ট ফান্ডের একটা অংশ UPI-এর মাধ্যমে সঙ্গে সঙ্গে তুলতে পারবেন, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে।
advertisement
কেন্দ্রের শ্রম মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, Employees’ Provident Fund (EPF) সদস্যরা তাদের সেভিংসের একটা অংশ যাতে কোনও রকম ফরমাল ক্লেইম ফাইল না করেই তুলতে পারেন সেই চেষ্টা করছে। প্রস্তাবিত মডেল অনুযায়ী, EPF ব্যালেন্সের একটা অংশ রিটায়ারমেন্টের জন্য লক থাকবে, আর একটা বড় অংশ সঙ্গে সঙ্গে তোলা যাবে ইউপিআই-এর মাধ্যমে।
advertisement
advertisement
advertisement






