Earn Money: পোস্ট অফিসের ‘এই’ প্ল্যানে সহজেই হবে টাকা ডবল, স্কিমে সুদ মেলে চক্রবৃদ্ধি হারে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Postoffice Investment: বিনিয়োগকারীরা ১০০০, ৫০০০, ১০,০০০ এবং ৫০,০০০ টাকার মতো করে কিষাণ বিকাশ পত্র শংসাপত্র বা সার্টিফিকেট কিনতে পারেন।
#কলকাতা: সেফ রিটার্ন চান? মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের ওঠাপড়ায় কোনও বিশ্বাস নেই, সেক্ষেত্রে বহু বছরের পরিক্ষীত স্কিমের বেশ কিছু এখনও দারুণ রিটার্ন দেয়৷ কোনও সরকারি প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (KVP) আপনার টাকা রোজগারের জন্য (Earn Money) একটি ভাল বিকল্প হতে পারে। এই স্কিমে, যেভাবে সুদের হার রয়েছে তাতে ১২৪ মাসে টাকা দ্বিগুণ হওয়ার নিশ্চয়তা রয়েছে। দেশের যে প্রান্তেই থাকুন না কেন পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখতে কোনও অসুবিধাই হওয়ার কথা নয়৷ দেশের বিভিন্ন প্রান্তে দেড় লক্ষেরও বেশি পোস্ট অফিসে কিষাণ বিকাশ পত্রের (KVP) সুবিধা পাওয়া যায় ৷ Photo- Representative
advertisement
advertisement
কিষাণ বিকাশ পত্রে ৬.৯ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সেই অনুযায়ি, এই স্কিমে আপনার জমা করা টাকা মাত্র ১২৪ মাসে দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ বিনিয়োগকারীদের মূলধন ১০ বছর ৪ মাসে দ্বিগুণ হয়ে যায়। কিষাণ বিকাশ পত্রে আপনাকে কমপক্ষে ১০০০ টাকা বিনিয়োগ করতে হবে। এ ছাড়া এতে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। কিষাণ বিকাশ পত্রের ম্যাচিউরিটির সময় ১০ বছর ৪ মাস। Photo- Representative
advertisement