PPF নিয়ে বড়সড় নিয়ম বদল সরকারের, জেনে নিন না হলে পড়তে হবে সমস্যায়

Last Updated:
দেখে নিন পিপিএফে এর কী প্রভাব পড়েছে ?
1/4
ডিপার্টমেন্ট অফ পোস্টস সম্প্রতি স্মল সেভিংস স্কিমে বদলের বিষয়ে সম্প্রতি বিস্তারিত জানিয়েছে ৷ স্মল সেভিংস স্কিমের মধ্যে একটি হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) যার নিয়মেও একাধিক বদল করা হয়েছে ৷ ডিপার্টমেন্ট অফ পোস্টসের তরফে করা এই বদলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে পিপিএফ ও ন্যাশনাল সেভিংস স্কিমে ৷ ১২ ডিসেম্বর গ্যাজেট নোটিফিকেশনে এই বদলের বিষয়ে জানানো হয়েছে ৷ দেখে নিন পিপিএফে এর কী প্রভাব পড়েছে ?
ডিপার্টমেন্ট অফ পোস্টস সম্প্রতি স্মল সেভিংস স্কিমে বদলের বিষয়ে সম্প্রতি বিস্তারিত জানিয়েছে ৷ স্মল সেভিংস স্কিমের মধ্যে একটি হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) যার নিয়মেও একাধিক বদল করা হয়েছে ৷ ডিপার্টমেন্ট অফ পোস্টসের তরফে করা এই বদলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে পিপিএফ ও ন্যাশনাল সেভিংস স্কিমে ৷ ১২ ডিসেম্বর গ্যাজেট নোটিফিকেশনে এই বদলের বিষয়ে জানানো হয়েছে ৷ দেখে নিন পিপিএফে এর কী প্রভাব পড়েছে ?
advertisement
2/4
পিপিএফ কন্ট্রিবিউশন নিয়ম: পিপিএফে জমা করা টাকার সীমায় কোনও বদল করা হয়নি ৷ পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য মিনিমান অ্যামাউন্টে বেশ কিছু বদল করা হয়েছে ৷ এই বদলের পর এবার যদি কোনও ব্যক্তি নিজের অ্যাকাউন্টে নাবালিকা বাচ্চার অ্যাকাউন্টে টাকা জমা করলেন তাহলে খেয়াল রাখতে হবে এই অ্যামাউন্ট ৫০০ টাকার কম হতে হবে এবং অঙ্কটি ৫০ টাকার মাল্টিপল হতে হবে ৷
পিপিএফ কন্ট্রিবিউশন নিয়ম: পিপিএফে জমা করা টাকার সীমায় কোনও বদল করা হয়নি ৷ পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য মিনিমান অ্যামাউন্টে বেশ কিছু বদল করা হয়েছে ৷ এই বদলের পর এবার যদি কোনও ব্যক্তি নিজের অ্যাকাউন্টে নাবালিকা বাচ্চার অ্যাকাউন্টে টাকা জমা করলেন তাহলে খেয়াল রাখতে হবে এই অ্যামাউন্ট ৫০০ টাকার কম হতে হবে এবং অঙ্কটি ৫০ টাকার মাল্টিপল হতে হবে ৷
advertisement
3/4
একটি আর্থিক বছরে পিপিএফ অ্যাকাউন্টে অধিকতম ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করা যেতে পারে ৷ এর আগে পিপিএফ সাবস্ক্রাইবাররা ৫ টাকার মাল্টিপলে যে কোনও অঙ্কের টাকা জমা রাখতে পারতেন ৷ পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য এবার থেকে ফর্ম এ বদলে ফর্ম ১ ফিলআপ করতে হবে ৷
একটি আর্থিক বছরে পিপিএফ অ্যাকাউন্টে অধিকতম ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করা যেতে পারে ৷ এর আগে পিপিএফ সাবস্ক্রাইবাররা ৫ টাকার মাল্টিপলে যে কোনও অঙ্কের টাকা জমা রাখতে পারতেন ৷ পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য এবার থেকে ফর্ম এ বদলে ফর্ম ১ ফিলআপ করতে হবে ৷
advertisement
4/4
 পিপিএফ ম্যাচিউরিটি পিরিয়ড ১৫ বছরের হয় ৷ এরপর যদি কেউ তার অ্যাকাউন্টের ৫ বছরের জন্য বাড়াতে চায় তাহলে ম্যাচিউরিটি হওয়ার ১ বছর আগে ফর্ম ৪ জমা করতে হবে ৷ এর আগে ফর্ম H ভর্তি করতে হবে ৷ এই ভাবে ম্যাচিউরিটির পর ডিপোজিট না করেও পিপিএফ অ্যাকাউন্ট জারি রাখতে হবে ৷ এর উপর সুদের হার নিয়ে সাবস্ক্রাইবারদের সময় সময়ে জানানো হবে ৷
পিপিএফ ম্যাচিউরিটি পিরিয়ড ১৫ বছরের হয় ৷ এরপর যদি কেউ তার অ্যাকাউন্টের ৫ বছরের জন্য বাড়াতে চায় তাহলে ম্যাচিউরিটি হওয়ার ১ বছর আগে ফর্ম ৪ জমা করতে হবে ৷ এর আগে ফর্ম H ভর্তি করতে হবে ৷ এই ভাবে ম্যাচিউরিটির পর ডিপোজিট না করেও পিপিএফ অ্যাকাউন্ট জারি রাখতে হবে ৷ এর উপর সুদের হার নিয়ে সাবস্ক্রাইবারদের সময় সময়ে জানানো হবে ৷
advertisement
advertisement
advertisement