Vastu Tips: বাড়ির কোনদিকে আলমারি রাখলে টাকা-ধন-সম্পত্তি বাড়তে বাধ্য? জানাচ্ছে বাস্তুশাস্ত্র

Last Updated:
বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির সঠিক দিকে আলমারি না রাখলে,হীতে বিপরীত হয়, অর্থ-হানি ঘটে। তাহলে বাড়ির কোন দিকে আলমারি রাখলে অর্থ বৃদ্ধি হয়? জানাচ্ছে বাস্তুশাস্ত্র
1/6
সবার বাড়িতেই আলমারি থাকে। বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির সঠিক দিকে আলমারি না রাখলে,হীতে বিপরীত হয়, অর্থ-হানি ঘটে। তাহলে বাড়ির কোন দিকে আলমারি রাখলে অর্থ বৃদ্ধি হয়? জানাচ্ছে বাস্তুশাস্ত্র--
সবার বাড়িতেই আলমারি থাকে। বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির সঠিক দিকে আলমারি না রাখলে,হীতে বিপরীত হয়, অর্থ-হানি ঘটে। তাহলে বাড়ির কোন দিকে আলমারি রাখলে অর্থ বৃদ্ধি হয়? জানাচ্ছে বাস্তুশাস্ত্র--
advertisement
2/6
আলমারি ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে রাখতে হবে। দক্ষিণ-পশ্চিম দিক রাহুর দিক বলে মানা হয়। এই কোণে আলমারি রাখলে টাকা আসে। দক্ষিণ-পশ্চিম দিক অর্থাৎ দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে আলমারি রাখতে হবে। দক্ষিণ দিকে রাখলে উত্তর দিকে আলমারির মুখ হবে এবং পশ্চিম দিকে রাখলে পূর্ব দিকে আলমারির মুখ হবে।
আলমারি ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে রাখতে হবে। দক্ষিণ-পশ্চিম দিক রাহুর দিক বলে মানা হয়। এই কোণে আলমারি রাখলে টাকা আসে। দক্ষিণ-পশ্চিম দিক অর্থাৎ দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে আলমারি রাখতে হবে। দক্ষিণ দিকে রাখলে উত্তর দিকে আলমারির মুখ হবে এবং পশ্চিম দিকে রাখলে পূর্ব দিকে আলমারির মুখ হবে।
advertisement
3/6
এ ছাড়া ঘরের দক্ষিণ-পশ্চিম কোণের পশ্চিম দিকে আলমারি রাখা যেতে পারে, কারণ পশ্চিম কোণ হল সঞ্চয়ের কোণ। এই দিকে আলমারি রাখলে সঞ্চয় বাড়তে থাকে।
এ ছাড়া ঘরের দক্ষিণ-পশ্চিম কোণের পশ্চিম দিকে আলমারি রাখা যেতে পারে, কারণ পশ্চিম কোণ হল সঞ্চয়ের কোণ। এই দিকে আলমারি রাখলে সঞ্চয় বাড়তে থাকে।
advertisement
4/6
কোন কোণে আলমারি একদম রাখা যাবে না? বাস্তুমতে,  যদি উত্তর দিকে আলমারি রাখা হয়, যার মুখ থাকবে দক্ষিণ দিকে, এই রকম ভাবে আলমারি একদমই রাখা উচিত নয়। আর্থিক ক্ষতি হবে, অভাব-অনটন পিছু ছাড়বে না।
কোন কোণে আলমারি একদম রাখা যাবে না? বাস্তুমতে, যদি উত্তর দিকে আলমারি রাখা হয়, যার মুখ থাকবে দক্ষিণ দিকে, এই রকম ভাবে আলমারি একদমই রাখা উচিত নয়। আর্থিক ক্ষতি হবে, অভাব-অনটন পিছু ছাড়বে না।
advertisement
5/6
বাস্তুমতে, উত্তর-পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আলমারি রাখা উচিৎ নয়। এই কোণে বাস্তু পুরুষের মাথা থাকে। তাই কোনও ভারী জিনিস এই দিকে রাখা ঠিক নয়।
বাস্তুমতে, উত্তর-পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আলমারি রাখা উচিৎ নয়। এই কোণে বাস্তু পুরুষের মাথা থাকে। তাই কোনও ভারী জিনিস এই দিকে রাখা ঠিক নয়।
advertisement
6/6
দক্ষিণ-পূর্ব কোণ অর্থাৎ অগ্নি কোনেও আলমারি রাখা যাবে না। এই কোণে আলমারি রাখলে বাড়িতে অর্থ আসার পথ বন্ধ হয়ে যায়। ধন সম্পদ বৃদ্ধি হয় না।
দক্ষিণ-পূর্ব কোণ অর্থাৎ অগ্নি কোনেও আলমারি রাখা যাবে না। এই কোণে আলমারি রাখলে বাড়িতে অর্থ আসার পথ বন্ধ হয়ে যায়। ধন সম্পদ বৃদ্ধি হয় না।
advertisement
advertisement
advertisement