Shani Dev: ভয়ঙ্কর দুঃসময় শুরু...! দেবীপক্ষের শুরুতেই বিরাট চাল শনিদেবের...! পুজোর আগেই মারাত্মক বিপদ কাদের? আপনার কপালে কী?

Last Updated:
Shani Dev: শনির নক্ষত্র পরিবর্তন ঘটবে বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুর ১২.১০-এ৷ এই সময়ে শনি বৃহস্পতি পূর্বভাদ্রপদ নক্ষত্রে গমন করছে৷ রাহুর রাশিতে শনির প্রবেশ শুভ বলে মনে করা হয় না৷
1/6
শনি বর্তমানে তার মূলাত্রিকোনা রাশি কুম্ভ রাশিতে রয়েছে এবং নবরাত্রির প্রথম দিনেই শনির রাশি পরিবর্তন ঘটবে৷  রাহুর রাশিতে প্রবেশ করতে চলেছে৷
শনি বর্তমানে তার মূলাত্রিকোনা রাশি কুম্ভ রাশিতে রয়েছে এবং নবরাত্রির প্রথম দিনেই শনির রাশি পরিবর্তন ঘটবে৷ রাহুর রাশিতে প্রবেশ করতে চলেছে৷
advertisement
2/6
শনির নক্ষত্র পরিবর্তন ঘটবে বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুর ১২.১০-এ৷ এই সময়ে শনি বৃহস্পতি পূর্বভাদ্রপদ নক্ষত্রে গমন করছে৷ রাহুর রাশিতে শনির প্রবেশ শুভ বলে মনে করা হয় না৷
শনির নক্ষত্র পরিবর্তন ঘটবে বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুর ১২.১০-এ৷ এই সময়ে শনি বৃহস্পতি পূর্বভাদ্রপদ নক্ষত্রে গমন করছে৷ রাহুর রাশিতে শনির প্রবেশ শুভ বলে মনে করা হয় না৷
advertisement
3/6
জ্যোতিষী পন্ডিত নরেন্দ্র উপাধ্যায় বলেন, শনি রাহুর রাশিতে গমনের কারণে নেতিবাচকতা বাড়বে৷ যা জনসাধারণের জন্য শুভ হবে না৷ আর্থিক সমস্যা দেখা দেবে৷ সব কাজে বাধা আসবে৷
জ্যোতিষী পন্ডিত নরেন্দ্র উপাধ্যায় বলেন, শনি রাহুর রাশিতে গমনের কারণে নেতিবাচকতা বাড়বে৷ যা জনসাধারণের জন্য শুভ হবে না৷ আর্থিক সমস্যা দেখা দেবে৷ সব কাজে বাধা আসবে৷
advertisement
4/6
শনির এই রাশি পরিবর্তন মোটেই ভাল হবে না৷ শনি তার নিজস্ব কুম্ভ রাশিতে অবস্থান করছে৷ ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত এই রাশিতেই থাকবে৷
শনির এই রাশি পরিবর্তন মোটেই ভাল হবে না৷ শনি তার নিজস্ব কুম্ভ রাশিতে অবস্থান করছে৷ ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত এই রাশিতেই থাকবে৷
advertisement
5/6
শনি কুম্ভ রাশিতে থাকার ফলে কুম্ভ, মীন, মকর রাশির মানুষেরা শনির সাড়ে সাতির প্রভাবে থাকবেন৷ যেখানে শনির ঢাইয়া যাচ্ছে কর্কট ও বৃশ্চিক রাশিতে৷
শনি কুম্ভ রাশিতে থাকার ফলে কুম্ভ, মীন, মকর রাশির মানুষেরা শনির সাড়ে সাতির প্রভাবে থাকবেন৷ যেখানে শনির ঢাইয়া যাচ্ছে কর্কট ও বৃশ্চিক রাশিতে৷
advertisement
6/6
 ন্যায়ের দেবতা শনি একজন মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন। সমস্ত গ্রহের মধ্যে, শনিকে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। শনিই একমাত্র গ্রহ যা মানুষকে তার কর্ম অনুসারে ফল দেয়।
ন্যায়ের দেবতা শনি একজন মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন। সমস্ত গ্রহের মধ্যে, শনিকে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। শনিই একমাত্র গ্রহ যা মানুষকে তার কর্ম অনুসারে ফল দেয়।
advertisement
advertisement
advertisement