Dhanteras 2025 Date And Time: ১৮ না ১৯ অক্টোবর, ধনতেরস কবে? সোনা কেনার শুভ সময় কখন? পঞ্জিকা অনুযায়ী রইল দিনক্ষণ ও তিথি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Dhanteras 2025 Date And Time: এ বছর ধনতেরাস পড়েছে ১৮ অক্টোবর, শনিবার। জানুন মা লক্ষ্মী, কুবের ও ধন্বন্তরির পুজোর শুভ সময়, তিথি, লগ্ন ও সোনা-রুপো কেনার সঠিক মুহূর্ত। দীপাবলির আগে শুভ ফল লাভের উপায় জেনে নিন
advertisement
বঙ্গীয় পুরোহিত সভার সভাপতি চন্ডী চরণ হালদার জানিয়েছেন, পঞ্জিকা অনুযায়ী, এ বছর ১৮ অক্টোবর, শনিবার পড়েছে ধনতেরাস। এই দিন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী, ধন সম্পদের দেবতা কুবের ও ধন্বন্তরির পুজো করা হয়। এই তিথিকে ধনত্রয়োদশী ও ধন্বন্তরি জয়ন্তীও বলা হয়। দৃক পঞ্জিকা অনুযায়ী, এ বছর কার্তির কৃষ্ণ ত্রয়োদশী তিথি ১৮ অক্টোবর শনিবার দুপুর ১২.১৮ মিনিটে শুরু হবে। এবং ১৯ অক্টোবর রবিবার দুপুর ১.৫১ মিনিট পর্যন্ত চলবে।
advertisement
advertisement
advertisement