Vastu Tips: দরজার কোণে, খাটের নীচে, কোথায় রাখেন ঝাঁটা? ছোট্ট ভুলেই তছনছ সুখ শান্তি! জানুন কীভাবে রাখলে খুলবে ভাগ‍্য

Last Updated:
জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী ঝাঁটা কীভাবে বদলে দিতে পারে ভাগ‍্য
1/9
প্রতিটি বাড়িতেই থাকে ঝাঁটা। তবে ধুলো ময়লা পরিষ্কার করবার এই জিনিসটিকে বেশিরভাগ কেউই খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু জানেন কী ঝাঁটাই বয়ে আনতে পারে? আবার ঝাঁটা রাখার ছোট্ট ভুলেই ভাগ‍্যে দুর্যোগ নেমে আসতে পারে? তেমনই ইঙ্গিত মিলেছে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে।
প্রতিটি বাড়িতেই থাকে ঝাঁটা। তবে ধুলো ময়লা পরিষ্কার করবার এই জিনিসটিকে বেশিরভাগ কেউই খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু জানেন কী ঝাঁটাই বয়ে আনতে পারে? আবার ঝাঁটা রাখার ছোট্ট ভুলেই ভাগ‍্যে দুর্যোগ নেমে আসতে পারে? তেমনই ইঙ্গিত মিলেছে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে।
advertisement
2/9
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির সৌভাগ‍্য এবং দুর্ভাগ‍্য, উভয়ের জন‍্যই ‘দায়ী’ হতে পারে ঝাঁটা। ঘরের কোন দিকে কীভাবে ঝাঁটা রাখা হচ্ছে তার ওপর নির্ভর করে অনেক কিছুই। উন্নাওয়ের জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী ঝাঁটা কীভাবে বদলে দিতে পারে ভাগ‍্য।
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির সৌভাগ‍্য এবং দুর্ভাগ‍্য, উভয়ের জন‍্যই ‘দায়ী’ হতে পারে ঝাঁটা। ঘরের কোন দিকে কীভাবে ঝাঁটা রাখা হচ্ছে তার ওপর নির্ভর করে অনেক কিছুই। উন্নাওয়ের জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী ঝাঁটা কীভাবে বদলে দিতে পারে ভাগ‍্য।
advertisement
3/9
পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী জানালেন, বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চললে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় রাখে। কিন্তু বাড়ির বাস্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে নানা ধরনের সমস্যায় পড়তে হতে পারে। বিশেষত ঝাড়ু বা ঝাঁটাকে বাস্তুশাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী জানালেন, বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চললে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় রাখে। কিন্তু বাড়ির বাস্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে নানা ধরনের সমস্যায় পড়তে হতে পারে। বিশেষত ঝাড়ু বা ঝাঁটাকে বাস্তুশাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
advertisement
4/9
দারিদ্র্য ধ্বংস করে: পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী ব্যাখ্যা করেছেন যে ঝাঁটা দারিদ্র মোচন বাড়িতে সুখ ও সমৃদ্ধির পথ প্রশস্ত করে। দোকানদারদের সূর্যাস্তের পরে এবং সপ্তাহের রবিবার ও মঙ্গলবার ঝাড়ু বিক্রি করা উচিত নয়।
দারিদ্র্য ধ্বংস করে: পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী ব্যাখ্যা করেছেন যে ঝাঁটা দারিদ্র মোচন বাড়িতে সুখ ও সমৃদ্ধির পথ প্রশস্ত করে। দোকানদারদের সূর্যাস্তের পরে এবং সপ্তাহের রবিবার ও মঙ্গলবার ঝাড়ু বিক্রি করা উচিত নয়।
advertisement
5/9
ঝাড়ু কোথায় রাখবেন না: বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু বা মপ রাখার বেশ কিছু নির্দেশ রয়েছে। পূজার ঘরে, রান্নাঘরে, শোবার ঘরে কখনও ঝাঁটা রাখা উচিত নয় বলেই জানালেন পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী।
ঝাড়ু কোথায় রাখবেন না: বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু বা মপ রাখার বেশ কিছু নির্দেশ রয়েছে। পূজার ঘরে, রান্নাঘরে, শোবার ঘরে কখনও ঝাঁটা রাখা উচিত নয় বলেই জানালেন পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী।
advertisement
6/9
ঝাড়ু কোথায় রাখবেন: বাস্তুশাস্ত্র অনুসারে, আপনি বাড়ির উত্তর-পশ্চিম বা পশ্চিম কোণে ঝাড়ু এবং মপ রাখতে পারেন, তবে মনে রাখবেন উত্তর-পূর্ব বা দক্ষিণ দিকে ঝাড়ু বা মপ রাখবেন না।
ঝাড়ু কোথায় রাখবেন: বাস্তুশাস্ত্র অনুসারে, আপনি বাড়ির উত্তর-পশ্চিম বা পশ্চিম কোণে ঝাড়ু এবং মপ রাখতে পারেন, তবে মনে রাখবেন উত্তর-পূর্ব বা দক্ষিণ দিকে ঝাড়ু বা মপ রাখবেন না।
advertisement
7/9
ঝাড়ু লুকিয়ে রাখুন: জ‍্যোতিষশাস্ত্র অনুসারে, ঝাড়ু বা মোপ মানুষের চোখের আড়ালে রাখা উচিত। এমন জায়গায় রাখতে হবে যাতে ঘরে আসা কেউ সরাসরি দেখতে না পারে।
ঝাড়ু লুকিয়ে রাখুন: জ‍্যোতিষশাস্ত্র অনুসারে, ঝাড়ু বা মোপ মানুষের চোখের আড়ালে রাখা উচিত। এমন জায়গায় রাখতে হবে যাতে ঘরে আসা কেউ সরাসরি দেখতে না পারে।
advertisement
8/9
এ ছাড়া ঝাড়ু কখনওই উল্টো বা উল্লম্ব অবস্থায় রাখা উচিত নয়। ঝাড়ু সবসময় শুইয়ে রাখুন। না হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারেন।
এ ছাড়া ঝাড়ু কখনওই উল্টো বা উল্লম্ব অবস্থায় রাখা উচিত নয়। ঝাড়ু সবসময় শুইয়ে রাখুন। না হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারেন।
advertisement
9/9
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
advertisement
advertisement
advertisement