Astrology Tips: সোনা, টাকা হোক বা যেকোনও জিনিস হারিয়ে গেলে করুন এই কাজ! ফিরে পাবেন সহজেই
- Published by:Piya Banerjee
 - hyperlocal
 - Reported by:Koushik Adhikary
 
Last Updated:
Astrology Tips: টাকা, সোনা হোক বা যেকোনও কিছু হারিয়ে গেলে করতে হবে এই কাজ! সহজেই খুঁজে বা ফিরে পাবেন! জানুন জ্যোতিষীর মত
advertisement
advertisement
advertisement
advertisement
 রাহু যদি কুণ্ডলীতে অশুভ অবস্থানে করে, তাহলে ব্যক্তির কাছ থেকে কিছু প্রয়োজনীয় ও দামি জিনিস হারিয়ে যাওয়া সম্ভব। যদি কোনও মূল্যবান জিনিস হারিয়ে যায়, তবে দূর্বার একটি গিঁট বেঁধে হারানো জিনিসটি পেতে প্রার্থনা করতে পারেন। দূর্বা ও রাহুর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। জ্যোতিষশাস্ত্রে দূর্বাকে রাহুর উদ্ভিদ হিসেবে দেখা হয়। দূর্বাতে গিঁট বাঁধলে রাহু শান্ত হয় ও হারানো বস্তু উদ্ধার হয়।
advertisement
 আপনি যদি অনেক দিন ধরে হারিয়ে যাওয়া জিনিস খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, তাহলে হলুদ কাপড়ে হলুদের টুকরো বেঁধে বাড়ির একটি পরিষ্কার জায়গায় রাখুন। বান্ডিলের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে ওম গণেশে নমঃ মন্ত্র ১০৮ বার জপ করুন। এবার সেই বান্ডিলটি দিয়ে হারিয়ে যাওয়া জিনিসটি সন্ধান করুন, আপনি শীঘ্রই সাফল্য পাবেন।
advertisement


