এই গ্রামের মহিলাদের উপর ভর করছে ভূত !

Last Updated:

সময়টা ২১ শতক। কিন্তু, সংস্কার তা মানছে কই? এখনও নাকি গ্রামের মহিলাদের উপর ভর করছে ভূত।

#মেদিনীপুর: সময়টা ২১ শতক। কিন্তু, সংস্কার তা মানছে কই? এখনও নাকি গ্রামের মহিলাদের উপর ভর করছে ভূত। হাজারও চিকিৎসা নাকি ব্যর্থ। এ ছবি পশ্চিম মেদিনীপুরের পিংলার মিরপুরের। এমন ঘটনা অবশ্য কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন পিংলার বিডিও।
মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়। তা থেকেই ভূত-প্রেতের আতঙ্ক। যুক্তি এসব বলছে বটে। কিন্তু, মন মানছে না। এ ছবি পশ্চিম মেদিনীপুরের পিংলার মিরপুরের।
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঝেমাঝেই নাকি ডাইনি ভর করে ওই তরুণীর উপর। তার জেরেই দ্রুত এমন মুড বদল।
advertisement
কেন হয় এমন? কী বলছে বিজ্ঞান?
নিউজ18 বাংলার কাছে খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পিংলার বিডিও।
এলাকায় ঢাক ঢোল পিটিয়ে কুসংস্কার বিরোধী শিবির হয়েছে। কিন্তু, তাতে যে সচেতনতা ফেরেনি তা দেখিয়ে দিল মিরপুরের ঘটনা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এই গ্রামের মহিলাদের উপর ভর করছে ভূত !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement