Home /News /south-bengal /
এই গ্রামের মহিলাদের উপর ভর করছে ভূত !

এই গ্রামের মহিলাদের উপর ভর করছে ভূত !

Representational Image

Representational Image

সময়টা ২১ শতক। কিন্তু, সংস্কার তা মানছে কই? এখনও নাকি গ্রামের মহিলাদের উপর ভর করছে ভূত।

 • Share this:

  #মেদিনীপুর: সময়টা ২১ শতক। কিন্তু, সংস্কার তা মানছে কই? এখনও নাকি গ্রামের মহিলাদের উপর ভর করছে ভূত। হাজারও চিকিৎসা নাকি ব্যর্থ। এ ছবি পশ্চিম মেদিনীপুরের পিংলার মিরপুরের। এমন ঘটনা অবশ্য কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন পিংলার বিডিও।

  আরও পড়ুন: বান্ধবীর থেকে রেহাই পেতে অপহরণের নাটক সাজালেন বিবাহিত প্রেমিক

  মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়। তা থেকেই ভূত-প্রেতের আতঙ্ক। যুক্তি এসব বলছে বটে। কিন্তু, মন মানছে না। এ ছবি পশ্চিম মেদিনীপুরের পিংলার মিরপুরের।

  আরও পড়ুন: প্রবল বৃষ্টির জেরে রেললাইনে ধস, ব্যাহত ট্রেন চলাচল

  স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঝেমাঝেই নাকি ডাইনি ভর করে ওই তরুণীর উপর। তার জেরেই দ্রুত এমন মুড বদল।

  কেন হয় এমন? কী বলছে বিজ্ঞান?

  আরও পড়ুন: পোস্তায় চলন্ত ট্যাক্সি থেকে ছিনতাই সোনার হার, ৪০ হাজার টাকা

  নিউজ18 বাংলার কাছে খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পিংলার বিডিও।

  এলাকায় ঢাক ঢোল পিটিয়ে কুসংস্কার বিরোধী শিবির হয়েছে। কিন্তু, তাতে যে সচেতনতা ফেরেনি তা দেখিয়ে দিল মিরপুরের ঘটনা।

  First published:

  Tags: Evil Spirits, Pingla, Superstition

  পরবর্তী খবর