West Midnapore News: অস্কার থেকে অভিনেতার অবয়ব, গাছের পাতা কেটে ছবি আঁকেন এই যুবক, তাঁর শিল্পে মুগ্ধ সকলে

Last Updated:

West Midnapore News: গাছের পাতা কেটে নানান মনীষীর ছবির পাশাপাশি অস্কারের রেপ্লিকা বানালেন দাঁতনের এক শিল্পী

+
শিল্প

শিল্প ও শিল্পী(ইনসেটে) 

রঞ্জন চন্দ, দাঁতন: অভাবের সংসার। তবে প্রতিভা প্রচুর। পড়াশোনা করেও চাকরি না মেলায় গৃহশিক্ষকতা করে সংসার চালাতে হয়। মনের ইচ্ছে এবং জেদকে সহচর করে গাছের পাতা কেটে নানা পোর্ট্রেট বানাচ্ছেন দাঁতনের প্রত্যন্ত গ্রামীণ এলাকা বামনদার যুবক সঞ্জয় পয়ড়া। গাছের পাতা কেটে বিভিন্ন মানুষের মুখের আদল গড়ে তুলছেন। পোকা যেমন গাছের পাতা খেয়ে নানা শিল্প গড়ে তোলে তা নয়। যুবক গড়ে তুলছেন এক একটা বড় মানুষের মুখ। যা রীতিমত বিস্মিত করছে মানুষকে।
তিনি বানিয়েছেন আরআরআর সিনেমায় অভিনীত দুই অভিনেতার ছবিও। যা প্রাণবন্ত করে তুলেছে দুজনকে। শুধু তাই নয়, অস্কার স্মারকও বানিয়েছেন দাঁতনের এই যুবক। সব সুষমা গড়েছেন গাছের পাতা কেটেই।
জানা গিয়েছে স্বপন অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে নিজের চেষ্টায় শিখেছেন ছবি আঁকা ও লিফ কাটিং কিংবা চক কার্ভিং এর কাজ। অষ্টম শ্রেণি থেকেই ছবি আঁকা এবং নানান শিল্পকর্মের প্রতি ঝোঁক থাকায় প্রথাগত শিক্ষা না পেয়েও শিল্প শিক্ষায় নিজেকে মেলে ধরেছেন। পাশাপাশি লকডাউনের সময়কালে যখন সকলে গৃহবন্দি তখন নিজের প্রচেষ্টায় লিফ কাটিং আর্ট শেখেন। গাছের পাতা কেটে একের পর এক মনীষীর ছবি, এমনকি লাইভ পোর্ট্রেট তৈরি করেছেন স্বপন।
advertisement
advertisement
আরও পড়ুন :  তন্ত্রসাধনার মহাপীঠ! চৈত্র নবরাত্রিতে জাগ্রত এই বগলামুখীর মন্দিরে নাকি গভীর রাতে দেবীদর্শন করে যায় বনের বাঘ!
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের অত্যন্ত গ্রামীণ এলাকা থেকে বড় হয়ে ওঠা তাঁর। ইংরেজিতে স্নাতকোত্তর উত্তীর্ণ। প্রশিক্ষণ নিয়েছেন প্রাথমিক শিক্ষক শিক্ষণের। কিন্তু বাড়িতেই নিজের প্রচেষ্টায় অঙ্কন ও নানান শিল্পে নতুনত্ব আনতে নিজের চেষ্টায় তৈরি করেছেন নানা ছবি। অতি সম্প্রতি গানে মৌলিকত্ব থাকায় আরআরআর সিনেমায় নাট্টু নাট্টু গান অস্কার পুরস্কার লাভ করে। এর পরই স্বপন গাছের পাতা কেটে নাট্টু নাট্টু গানে অভিনীত আর আর আর সিনেমার মূল দুই চরিত্রের পোট্রেট আঁকেন। তারই শিল্পকর্মে সঙ্গ দেন স্ত্রী, বাবা ও মা। পরবর্তীতে আরও উন্নতির শিখরে যেন পৌঁছে যান স্বপন এটাই আশা সকলের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: অস্কার থেকে অভিনেতার অবয়ব, গাছের পাতা কেটে ছবি আঁকেন এই যুবক, তাঁর শিল্পে মুগ্ধ সকলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement