West Medinipur News: ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বসত বাড়ি! রাস্তায় ভূমিহীন ষাটোর্ধ্ব বৃদ্ধা ও তাঁর সন্তান

Last Updated:

আদালতের নির্দেশে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো মাটির বসত বাড়ি। বাড়ি ভেঙে দেওয়ার ফলে রাস্তায় দাঁড়িয়েছে ষাটোর্ধ্ব বৃদ্ধা ও তার ছেলে।

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বসত বাড়ি! রাস্তায় ভূমিহীন ষাটোর্ধ্ব বৃদ্ধা ও তাঁর সন্তান
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বসত বাড়ি! রাস্তায় ভূমিহীন ষাটোর্ধ্ব বৃদ্ধা ও তাঁর সন্তান
পশ্চিম মেদিনীপুর: আদালতের নির্দেশে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো মাটির বসত বাড়ি। বাড়ি ভেঙে দেওয়ার ফলে রাস্তায় দাঁড়িয়েছেন ষাটোর্ধ্ব বৃদ্ধা ও তার ছেলে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড হরিজন পল্লী এলাকায়। জানা যায় প্রায় ২৫ বছর ধরে ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী এলাকায় নদী বাঁধের রাস্তার ধারে সরকারি জায়গায় মাটির বাড়ি তৈরি করে বসবাস করে আসছেন ভূমিহীন ষাটোর্ধ্ব বৃদ্ধা ও তার ছেলে৷ ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে ভোট দেন তারা৷
advertisement
advertisement
আজ সকাল সাড়ে দশটা নাগাদ হাইকোর্টের নির্দেশে সরকারি জায়গায় মাটির বসতবাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনিক কর্তারাও৷ লোকের বাড়িতে কাজ করে ছেলেকে নিয়ে মাটির বাড়িতে বসবাস করত সুমিত্রা দেবী। তার অবশ্য দাবি ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তার ধারে শুধু আমার বাড়ি নয় একাধিক বাড়ি রয়েছে সরকারি জায়গায়। তাহলে শুধুমাত্র আমার বাড়ি ভেঙে দেওয়া হলো কেন?
advertisement
বাড়ি ভেঙে দেয় সর্বস্ত হারিয়ে রাস্তায় সুমিতা দেবী। তার ছেলে সুফল জানা অবশ্য বলেন সরকারি নির্দেশে আমাদের বাড়ি ভেঙে দেওয়া হল৷ এখন মাকে নিয়ে রাস্তার উপরে থাকতে হবে। সরকারের কাছে কাতর আবেদন আমাদের থাকার জন্য কিছু ব্যবস্থা করে দিক।
advertisement
যদিও বাড়ি ভাঙার বিষয়ে সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল জানান বাড়িটি ভাঙ্গার জন্য আদালতের নির্দেশ এসেছিল, সেই নির্দেশে বাড়িটি ভাঙ্গা হল৷ সরকারি জায়গায় আরও অনেক বাড়ি রয়েছে সেগুলির ক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া হবে।
সুকান্ত চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বসত বাড়ি! রাস্তায় ভূমিহীন ষাটোর্ধ্ব বৃদ্ধা ও তাঁর সন্তান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement