West Midnapore News: প্রেম করে 'চুপিচুপি' বিয়ে, টাকার লোভে সংসার হল ছারখার
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড যুবকের
ঘাটাল: ভালবেসে বিয়ে করেন দু’জন। বাড়িতে মানবে না জেনে ভিন রাজ্যে পাড়িও দেন তারা। তবে প্রেম টেকেনি। বিয়ের পর স্ত্রীর বাড়ির লোকজনকে পনের জন্য চাপ দিতে থাকে যুবক। অবশেষে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। অভিযুক্ত যুবকের নাম সুদাম মণ্ডল, বাড়ি ঘাটাল মহকুমা দাসপুর থানার টালিভাটায়।নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে, অভিযুক্ত এই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ঘাটাল মহকুমা আদালত।
আরও পড়ুন East Bengal fan Inspirational Story : ইস্টবেঙ্গলের অন্ধ ভক্ত, হেরেও যেন জিতেছেন নিজের জীবনে, গোপাল দাসের কাহিনি এক অনুপ্ররণা
সুদাম, চন্দ্রকোনা থানার কালাপাটের চম্পা বেরাকে ভালবেসে বিয়ে করেছিল। সুদাম ভিন রাজ্যে সোনার কাজ করত৷ মধ্যপ্রদেশের রতনামে চম্পাকে নিয়ে যায়। সেখানেই এক মন্দিরে চম্পাকে বিয়ে করে বলে, সূত্রের খবর। পরিবারের অভিযোগ, বিয়ের কিছু দিনের পর থেকেই সুদাম তা১র স্ত্রীর বাড়ির লোকজনকে পনের জন্য চাপ দিতে থাকে। নিত্যদিন পারিবারিক এই অশান্তি বাড়তে থাকে।
advertisement
আরও পড়ুন Woman illegal activity: মহিলার ব্যাগের চেন খুলতেই হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ল কন্ডোমের প্যাকেট!
advertisement
২০১৫ সালের ১৮ই ফেব্রুয়ারি চম্পার গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে সুদামের বিরুদ্ধে। দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে চম্পার বাপের বাড়ির লোকজন। ২০১৫ সালে ২৫ ফেব্রুয়ারি সুদামকে গ্রেফতার করে পুলিশ।প্রায় আট বছর পর ঘাটাল মহকুমা আদালত, ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এবং ৩০২ ধারায় সুদামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা নির্দেশ দেয়।
advertisement
সরকারি পক্ষের আইনজীবীর বক্তব্য, এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে দীর্ঘদিন আদালতে মোকদ্দমা চলার পর অবশেষে তার নিষ্পত্তি হল। ঘাটাল মহকুমা আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা নির্দেশ দেন।
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 1:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: প্রেম করে 'চুপিচুপি' বিয়ে, টাকার লোভে সংসার হল ছারখার