Jhargram Adoption News: ঝাড়গ্রামের ২ শিশু পেল পরিবার, দত্তক নিলেন কানাডা, স্পেনের সিঙ্গল মাদার ও দম্পতি
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Jhargram Adoption News: উদ্ধার করা দুই একরত্তিই কন্যাসন্তান। কেউ বা কারা সদ্যোজাতদের ফেলে দিয়ে পালায়। তবে তার কিনারা আজও করতে পারেনি পুলিশ।
ঝাড়গ্রাম: দুই অনাথ শিশু পেল স্থায়ী ঠিকানা। ঝাড়গ্রাম থেকে একজন পাড়ি দিল কানাডা, অন্যজন গেল স্পেনে। ঝাড়গ্রামের নিবেদিতা গ্রামীণ কর্মমন্দিরে বেড়ে উঠছিল জয়ী ও ঋভু। জয়ীকে দত্তক নিয়েছেন কানাডার ব্রাম্পটনের বাসিন্দা ড্যানা মিশেল। তিনি সিঙ্গেল মাদার। আর ঋভুকে দত্তক নিয়েছেন স্পেনের বাসিন্দা ড্যানিয়েল আঁন্দ্রেয়াস গের্ণ ও তাঁর স্ত্রী টিজিয়ানা টলারো।
বুধবার দু’জনকেই দত্তক নিয়েছেন কানাডা ও স্পেন নিবাসী দু’টি পরিবার। গত ২০১৯ সালের ২ অগস্ট ঝাড়গ্রামের দহিজুড়ি থেকে এক সদ্যোজাত শিশুকে উদ্ধার করেছিল পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সুস্থ হলে নিবেদিতা গ্রামীণ কর্মমন্দির সরকারি হোমে নিয়ে যাওয়া হয়। নার্সরা সদ্যোজাতর নাম দিয়েছিলেন জয়ী।
advertisement
advertisement
অন্যদিকে ২০২১ সালের ১৭ অগস্ট পদিমা এলাকা থেকে আর এক সদ্যোজাতকে উদ্ধার করেছিল পুলিশ। হাসপাতালে ভর্তির পর তাকেও সরকারি হোমে রাখা হয়েছিল। তার নাম ঋভু। জয়ীর এখন বয়স তিন বছর দশ মাস। ঋভুর বয়স প্রায় বছর দেড়েক।
advertisement
উদ্ধার করা দুই একরত্তিই কন্যাসন্তান। কেউ বা কারা সদ্যোজাতদের ফেলে দিয়ে পালায়। তবে তার কিনারা আজও করতে পারেনি পুলিশ। ড্যানা এবং স্পেনের দম্পতি মঙ্গলবার ঝাড়গ্রামে এসেছিলেন। ঝাড়গ্রামের পরিবেশ দেখে তাঁরা অত্যন্ত মুগ্ধ। বুধবার সরকারি নিয়ম মেনে দু’জনকেই দু’টি পরিবার দত্তক নিলেন। উপস্থিত ছিলেন হোমের কো-অর্ডিনেটর সুকুমার দোলাই, ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুনীলকুমার শর্মা, ঝাড়গ্রাম জেলা শিশু সুরক্ষা ইউনিটের প্রটেকশন অফিসার সঙ্গীতা পড়িয়া, হোমের সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। জয়ী ও ঋভু পেল নতুন ঠিকানা। খুশি সরকারি হোম থেকে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 9:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram Adoption News: ঝাড়গ্রামের ২ শিশু পেল পরিবার, দত্তক নিলেন কানাডা, স্পেনের সিঙ্গল মাদার ও দম্পতি