Rupa Ganguly I Meyebela: ‘মেয়েবেলা’-তে আর থাকছেন না রূপা! মুখ্য চরিত্রে তাঁর জায়গায় টলিপাড়ার চর্চিত মুখ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rupa Ganguly I Meyebela: ধারাবাহিকের দুনিয়ায় বিরাট এই পরিবর্তনের কারণ কী? স্পষ্ট উত্তর মেলেনি এখনও। তবে ইতিমধ্যেই নতুন অভিনেত্রীকে নিয়ে শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। আজ থেকে তার সম্প্রচারও শুরু।
কলকাতা: ‘মেয়েবেলা’ ধারাবাহিকের মুখ্য চরিত্র পরিবর্তন! নায়িকার চরিত্রে আর নেই রূপা গঙ্গোপাধ্যায়। ধারাবাহিকের দুনিয়ায় বিরাট এই পরিবর্তনের কারণ কী? স্পষ্ট উত্তর মেলেনি এখনও। তবে ইতিমধ্যেই নতুন অভিনেত্রীকে নিয়ে শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। আজ থেকে তার সম্প্রচারও শুরু। অভিনেত্রী অনুশ্রী দাসকে এবার থেকে মুখ্য চরিত্রে দেখা যাবে।
বহু বছরের বিরতির পর পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী-বিজেপি নেত্রী রূপা। বছরের শুরুতে এই ধারাবাহিক দেখানো শুরু হয় স্টার জলসার পর্দায়। ধারাবাহিক শুরু হওয়ার আগে থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ছিল। অনেকদিন পর নেত্রীকে অভিনেত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল। মধ্য বয়সি গৃহবধূর ভূমিকায় দেখা গিয়েছিল রূপাকে।
advertisement
তিনি খোদ জানিয়েছিলেন, এই চরিত্রটি নিয়ে অত্যন্ত আশাবাদী ছিলেন। রাজনীতির ময়দানে কাজ করতে করতে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ‘ধর তক্তা মার পেরেক’-এর মতো কাজ করবেন না। বড়পর্দার মতোই খুব মন দিয়ে কাজ করছেন তিনি। সবাই মিলে আনন্দ করে শ্যুট করছেন প্রত্যেকে।
advertisement
কিন্তু তার পরেও ৬ মাস সম্পূর্ণ হওয়ার আগেই বেরিয়ে গেলেন তিনি? নাকি সরিয়ে দেওয়া হল রূপাকে? সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। সেই সময়ে সংবাদমাধ্যমে রূপা জানিয়েছিলেন, আবার নতুন করে মেকআপ করতে, চুল নিয়ে কারুকার্য করতে, সেজে উঠতে ভাল লাগছে তাঁর। নতুন ভাবে আবার পুরনো জীবনে ফিরে গিয়েছিলেন রাজনীতিবিদ।
advertisement

কিন্তু এবার থেকে বিথিকার চরিত্রে আর দেখা দেবেন না রূপা। তাঁর পরিবর্তে অনুশ্রী সেই চরিত্রে অভিনয় করবেন। সম্প্রচারের দিন স্ক্রিনে লিখেও দেওয়া হল এই তথ্যটি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 7:36 PM IST