Rupa Ganguly: সারা জীবনই নিজের প্রতি যত্ন নিইনি, এখন আমি দেখতে ভাল নই, মাথায় চলে সেটা: রূপা

Last Updated:
Rupa Ganguly: রূপাকে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্টবাদী বলে কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয় কি? অভিনেত্রীর কথায়, ‘‘না, স্পষ্টবাদী বলেই সমস্যা হয় না। কারণ তাদেরকে মানুষ আসলে ভয় পায়।’’
1/10
বহু বছরের বিরতির পর পর্দায় অভিনেত্রী-বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। আর তাই ধারাবাহিক শুরু হওয়ার আগে থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। অনেকদিন পর নেত্রীকে অভিনেত্রীর ভূমিকায় দেখতে পাবেন সকলে।
বহু বছরের বিরতির পর পর্দায় অভিনেত্রী-বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। আর তাই ধারাবাহিক শুরু হওয়ার আগে থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। অনেকদিন পর নেত্রীকে অভিনেত্রীর ভূমিকায় দেখতে পাবেন সকলে।
advertisement
2/10
স্টার জলসায় আসতে চলেছে নতুন মেগা 'মেয়েবেলা'। মধ্য বয়সি গৃহবধূর ভূমিকায় এলেন রূপা। যার অর্ধেকের বেশি জীবন কেটে গেল কড়াই-হাতা-খুন্তি সামলাতে সামলাতে। ভ্রমণপিপাসু রূপা ওরফে বিথিকা কোনও দিন বাড়ির বাইরে পা রাখতে পারলেন না।
স্টার জলসায় আসতে চলেছে নতুন মেগা 'মেয়েবেলা'। মধ্য বয়সি গৃহবধূর ভূমিকায় এলেন রূপা। যার অর্ধেকের বেশি জীবন কেটে গেল কড়াই-হাতা-খুন্তি সামলাতে সামলাতে। ভ্রমণপিপাসু রূপা ওরফে বিথিকা কোনও দিন বাড়ির বাইরে পা রাখতে পারলেন না।
advertisement
3/10
গান গাইলে অনেক নাম করত বিথিকা। কিন্তু সংসারে নিজেকে উৎসর্গ করে ফেলেছে সে। একান্নবর্তী পরিবারের দায়ভার তার কাঁধে। আর এই লড়াইয়ে বাড়ির মেয়েরাই একে অপরের সহযোদ্ধা হয়ে উঠবে। আর তাই ‘মেয়েবেলা’।
গান গাইলে অনেক নাম করত বিথিকা। কিন্তু সংসারে নিজেকে উৎসর্গ করে ফেলেছে সে। একান্নবর্তী পরিবারের দায়ভার তার কাঁধে। আর এই লড়াইয়ে বাড়ির মেয়েরাই একে অপরের সহযোদ্ধা হয়ে উঠবে। আর তাই ‘মেয়েবেলা’।
advertisement
4/10
কিন্তু রাজনীতির ময়দানে কাজ করতে করতে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন অভিনেত্রী। এত দিন পরে ফিরে কেমন লাগছে তাঁর? এক সংবাদমাধ্যমকে প্রথমেই তিনি বলেন, ‘‘এখন আমি আর ভাল দেখতে নই। আগে এর থেকে বেশি সুন্দর দেখতে ছিলাম। সেটা মাথার মধ্যে খিটখিট করে। আসলে কখনওই নিজের যত্ন নিইনি তো। তাতে চেহারা নষ্ট হয়ে যায়।’’
কিন্তু রাজনীতির ময়দানে কাজ করতে করতে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন অভিনেত্রী। এত দিন পরে ফিরে কেমন লাগছে তাঁর? এক সংবাদমাধ্যমকে প্রথমেই তিনি বলেন, ‘‘এখন আমি আর ভাল দেখতে নই। আগে এর থেকে বেশি সুন্দর দেখতে ছিলাম। সেটা মাথার মধ্যে খিটখিট করে। আসলে কখনওই নিজের যত্ন নিইনি তো। তাতে চেহারা নষ্ট হয়ে যায়।’’
advertisement
5/10
সিনেমা জগতে থাকলেও পার্লার যাওয়া ইত্যাদি কিছুই করেননি। তাই এবার এই মেগার অফার আসার পর ভয় হয়েছিল তাঁর। আবার করে দেখতে ভাল লাগতে হবে। সাজতে হবে। যেন সেটা সবথেকে বেশি কঠিন লাগছিল।
সিনেমা জগতে থাকলেও পার্লার যাওয়া ইত্যাদি কিছুই করেননি। তাই এবার এই মেগার অফার আসার পর ভয় হয়েছিল তাঁর। আবার করে দেখতে ভাল লাগতে হবে। সাজতে হবে। যেন সেটা সবথেকে বেশি কঠিন লাগছিল।
advertisement
6/10
চরিত্রের প্রস্তুতি নেওয়ার জন্য বেশ কয়েকটি ধারাবাহিক দেখেছিলেন রূপা। তাতে বেশ ঘাবড়ে গিয়েছিলেন তিনি। এখন মেগার ধরন পাল্টেছে, সেটির বিষয়ে অবগত থাকতে হবে তাঁকে। তবে লেখিকা দেবিকার সঙ্গে অনেক দিন ধরেই কথা হয়েছে। তাৎক্ষণিক ভাবে কিছুই সিদ্ধান্ত নেন না তিনি।
চরিত্রের প্রস্তুতি নেওয়ার জন্য বেশ কয়েকটি ধারাবাহিক দেখেছিলেন রূপা। তাতে বেশ ঘাবড়ে গিয়েছিলেন তিনি। এখন মেগার ধরন পাল্টেছে, সেটির বিষয়ে অবগত থাকতে হবে তাঁকে। তবে লেখিকা দেবিকার সঙ্গে অনেক দিন ধরেই কথা হয়েছে। তাৎক্ষণিক ভাবে কিছুই সিদ্ধান্ত নেন না তিনি।
advertisement
7/10
সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘ধর তক্তা মার পেরেক’-এর মতো কাজ করবেন না। বড়পর্দার মতোই খুব মন দিয়ে কাজ করছেন তিনি। সবাই মিলে আনন্দ করে শ্যুট করছেন প্রত্যেকে।
সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘ধর তক্তা মার পেরেক’-এর মতো কাজ করবেন না। বড়পর্দার মতোই খুব মন দিয়ে কাজ করছেন তিনি। সবাই মিলে আনন্দ করে শ্যুট করছেন প্রত্যেকে।
advertisement
8/10
রূপাকে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্টবাদী বলে কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয় কি? অভিনেত্রীর কথায়, ‘‘না, স্পষ্টবাদী বলেই সমস্যা হয় না। কারণ তাদেরকে মানুষ আসলে ভয় পায়।’’ কিন্তু সেটে তিনি সবাইকে খুব আপন করে নিয়েছেন। তাতে প্রত্যেক কলাকুশলীর কাজে খুবই সুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রথমে যদিও সকলেই সিনিয়র অভিনেত্রীকে নিয়ে ভয়ে ভয়ে ছিলেন।
রূপাকে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্টবাদী বলে কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয় কি? অভিনেত্রীর কথায়, ‘‘না, স্পষ্টবাদী বলেই সমস্যা হয় না। কারণ তাদেরকে মানুষ আসলে ভয় পায়।’’ কিন্তু সেটে তিনি সবাইকে খুব আপন করে নিয়েছেন। তাতে প্রত্যেক কলাকুশলীর কাজে খুবই সুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রথমে যদিও সকলেই সিনিয়র অভিনেত্রীকে নিয়ে ভয়ে ভয়ে ছিলেন।
advertisement
9/10
রূপা জানিয়েছেন, আগেও একাধিক বার তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছেন, কিন্তু এবার সবথেকে বেশি সময় কেটে গিয়েছে। তাঁর ভাল লাগছে নতুন করে মেকআপ করতে, চুল নিয়ে কারুকার্য করতে, সেজে উঠতে। নতুন ভাবে আবার পুরনো জীবনে ফিরে এলেন রাজনীতিবিদ।
রূপা জানিয়েছেন, আগেও একাধিক বার তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছেন, কিন্তু এবার সবথেকে বেশি সময় কেটে গিয়েছে। তাঁর ভাল লাগছে নতুন করে মেকআপ করতে, চুল নিয়ে কারুকার্য করতে, সেজে উঠতে। নতুন ভাবে আবার পুরনো জীবনে ফিরে এলেন রাজনীতিবিদ।
advertisement
10/10
ধারাবাহিকের প্রোমোতে একাধিক মঞ্চাভিনেতাকে দেখা গিয়েছে। রূপার স্বামীর চরিত্রে বিপ্লব বন্দ্যোপাধ্যায় ছাড়াও নবীন প্রজন্মের শ্রেয়া ভট্টাচার্য, শাওন চক্রবর্তী এবং অর্পন ঘোষাল। রূপার শাশুড়ির ভূমিকায় রয়েছেন চিত্রা সেন। বিথিকার পুুত্রবধূর ভূমিকায় স্বীকৃতি মজুমদার।
ধারাবাহিকের প্রোমোতে একাধিক মঞ্চাভিনেতাকে দেখা গিয়েছে। রূপার স্বামীর চরিত্রে বিপ্লব বন্দ্যোপাধ্যায় ছাড়াও নবীন প্রজন্মের শ্রেয়া ভট্টাচার্য, শাওন চক্রবর্তী এবং অর্পন ঘোষাল। রূপার শাশুড়ির ভূমিকায় রয়েছেন চিত্রা সেন। বিথিকার পুুত্রবধূর ভূমিকায় স্বীকৃতি মজুমদার।
advertisement
advertisement
advertisement