Rupa Ganguly: সারা জীবনই নিজের প্রতি যত্ন নিইনি, এখন আমি দেখতে ভাল নই, মাথায় চলে সেটা: রূপা
- Published by:Teesta Barman
Last Updated:
Rupa Ganguly: রূপাকে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্টবাদী বলে কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয় কি? অভিনেত্রীর কথায়, ‘‘না, স্পষ্টবাদী বলেই সমস্যা হয় না। কারণ তাদেরকে মানুষ আসলে ভয় পায়।’’
advertisement
advertisement
advertisement
কিন্তু রাজনীতির ময়দানে কাজ করতে করতে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন অভিনেত্রী। এত দিন পরে ফিরে কেমন লাগছে তাঁর? এক সংবাদমাধ্যমকে প্রথমেই তিনি বলেন, ‘‘এখন আমি আর ভাল দেখতে নই। আগে এর থেকে বেশি সুন্দর দেখতে ছিলাম। সেটা মাথার মধ্যে খিটখিট করে। আসলে কখনওই নিজের যত্ন নিইনি তো। তাতে চেহারা নষ্ট হয়ে যায়।’’
advertisement
advertisement
advertisement
advertisement
রূপাকে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্টবাদী বলে কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয় কি? অভিনেত্রীর কথায়, ‘‘না, স্পষ্টবাদী বলেই সমস্যা হয় না। কারণ তাদেরকে মানুষ আসলে ভয় পায়।’’ কিন্তু সেটে তিনি সবাইকে খুব আপন করে নিয়েছেন। তাতে প্রত্যেক কলাকুশলীর কাজে খুবই সুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রথমে যদিও সকলেই সিনিয়র অভিনেত্রীকে নিয়ে ভয়ে ভয়ে ছিলেন।
advertisement
advertisement